Swathya Bhawan: বিশেষ অনুমতি ছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার নয়! নিষেধাজ্ঞা দুই জেলার বেসরকারি হাসপাতালে
বিশেষ অনুমতি ছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার নয়! নিষেধাজ্ঞা দুই জেলার বেসরকারি হাসপাতালে
ঝিলম করঞ্জাই, মালদা, মুর্শিদাবাদ: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দফতর (Swasthya Bhawan)। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, বিশেষ অনুমতি থাকলে এ ধরনের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে করা যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের (Orthopedic Department) পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
নিষেধাজ্ঞা জারি: স্বাস্থ্যসাথী প্রকল্পে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দফতর। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, বিশেষ অনুমতি থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্পে এ ধরনের অস্ত্রোপচার করা যাবে বেসরকারি হাসপাতালে।
বিশেষ অনুমতিতে ছাড়: স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য, স্বাস্থ্যসাথী প্রকল্পে অর্থ সুস্ঠুভাবে ব্যবহার করা সরকারি পরিকাঠামো পর্যাপ্ত ব্যবহার সরার জন্য় স্বাস্থ দফতর থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলেরা জন্য এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলার স্বাস্থ্য কর্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে করা যাবে। চিকিৎসকদের সংগঠন আপত্তি। স্বাস্থ্যসাথীর নামে যে দুর্নীতি হচ্ছেষ। সেটাতো হতে পারে। স্বাস্থ্যসাথী অর্থন অপব্যবহার নিয়ে অডিটের সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য়সাথী সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে, এবার নজরদারির উদ্য়োগ নিল স্বাস্থ্য় দফতরের। হাসপাতাল যে টাকা দাবি করে, তাতে কারচুপি আছে কিনা দেখতে তৈরি হল সার্ভেলেন্স টিম। কোনও হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলে ব্য়বস্থাও নেওয়া হবে।
২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ: এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ করা যাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ। জানাল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ানো হল, পরীক্ষা-নিরীক্ষার খরচসীমা। পাশাপাশি, এবার থেকে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, পেসমেকার, স্টেন্ট-জাতীয় যন্ত্রাংশ। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্য়াল পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। এতদিন, যে টাকার অঙ্ক ছিল ৫ হাজার।
তবে শর্ত হচ্ছে, যে, ল্যাব থেকে এই টেস্ট করা হবে তা বাধ্যতামূলকভাবে NABH বা National Accreditation Board for Hospitals-স্বীকৃত হতে হবে। এতদিন, অতিরিক্ত যে খরচ রোগীর পরিবারকে বহন করতে হত, এবার তা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ কেনা যাবে। যা এতদিন অবধি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কেনা যেত না। এতে, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর।