North 24 Parganas:যাত্রাগাছি এলাকার গেস্ট হাউস থেকে উদ্ধার ২ নাবালিকা, পাচার নাকি অন্য কারণ? দেখছে পুলিশ
Underage Girls Rescued: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাগাছি এলাকার একটি গেস্ট হাউসে হানা দিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ।
জয়ন্ত পাল ও রঞ্জিত সাউ, কলকাতা: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাগাছি এলাকার একটি গেস্ট হাউসে (Jatragachi Guest House) হানা দিয়ে দুই নাবালিকাকে (2 Teenagers Rescued) উদ্ধার করল পুলিশ। অনৈতিক কাজকর্মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গেস্ট হাউসের মালিকের স্বামী সহ পাঁচজন।
কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এখন প্রশ্ন, নাবলিকাদেরকে কি পাচারের চেষ্টা করা হচ্ছিল? না কি, নেপথ্যে অন্য কোনও কারণ? বিধাননগর কমিশনারেটে গোয়েন্দা শাখা, বিধাননগর মহিলা থানা ও নিউটাউন থানা সূত্রে খবর, নিউটাউনের যাত্রাগাছির ওই গেস্ট হাউসে অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপের অভিযোগে গেস্ট হাউসের মালিকের স্বামী-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নিউ টাউন থানার পুলিশ সূত্রে খবর, ওই নাবলিকাদের বাড়ি কোথায়, কীভাবে তারা এই গেস্ট হাউসে এল, তা জানার চেষ্টা চলছে। রাজ্যে নাবালিকা পাচারের অভিযোগ আগেও শোনা গিয়েছে। যেমন, বছরদুয়েক আগে, ২০২১ সালের এপ্রিল মাসে দুই কিশোরীকে হাতবাঁধা অবস্থায় মোটরবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরীকে কাঁদতে দেখে সন্দেহ হয় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। ধাওয়া করে উত্তর পঞ্চান্ন গ্রামের কাছে বাইক থামায় পুলিশ। বাইক চালক দুজনকে নিজের মেয়ে বলে জানালেও, দুই কিশোরী তা অস্বীকার করে। জানায়, ট্যাংরা থেকে তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাফিক গার্ডের কাছ থেকে খবর পেয়ে দুই কিশোরীকে উদ্ধার করে ওই ব্যক্তিকে আটক করেছিল তিলজলা থানার পুলিশ। যে ব্যক্তিকে আটক করা হয়েছিল, তাঁর সঙ্গে দুই কিশোরীর মায়ের সম্পর্ক কী, তাও জানার চেষ্টা শুরু করে পুলিশ। কিশোরীদের মাকেও ডেকে আনা হয় থানায়। ১৩ ও ১৫ বছরের দুই নাবালিকাকে শিশু অধিকার সুরক্ষা কমিশনের হাতে তুলে দেওয়া হয়।
কিন্তু দিনে দুপুরে খাস কলকাতা শহরে এমন চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় শুরু হয়। মোটরবাইকে করে নিয়ে যাওয়ার পথে হাতবাঁধা অবস্থায় উদ্ধার করা হয় দুই কিশোরীকে। হাত বেঁধে কেন নিয়ে যাওয়া হচ্ছিল তাদের? বাইক চালকের সঙ্গে সম্পর্ক কী? পাচার, না কি অন্য কোনও উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দানা বাঁধে রহস্য।
এবার যাত্রাগাছি গেস্ট হাউস থেকে উদ্ধার দুই নাবালিকা।
আরও পড়ুন:I.N.D.I.A জোটের বৈঠকে যাচ্ছেন না অভিষেক, কাল দেখা যেতে পারে ED-র দফতরে