North 24 Parganas:ওটিপি শেয়ার করেননি, তাও 'ব্যাঙ্ক প্রতারণা'! অভিযোগে চাঞ্চল্য বারাসতে
Bank Fraud Allegation:ওটিপি শেয়ার করেননি। তা সত্ত্বেও ব্যাঙ্ক প্রতারণার শিকার হতে হয়েছে, অভিযোগ বারাসাত সেবায়ন প্রতিষ্ঠানের সৌমেন হালদারের।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ওটিপি (OTP) শেয়ার করেননি। তা সত্ত্বেও ব্যাঙ্ক প্রতারণার (Bank Fraud) শিকার হতে হয়েছে, অভিযোগ বারাসাত (Barasat) সেবায়ন প্রতিষ্ঠানের সৌমেন হালদারের। তাঁর দাবি, গত ১২ মে রাত সাড়ে ৯টা নাগাদ সৌমেনের সেবায়ন প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ১৪ হাজার টাকা মুম্বইয়ের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে য়ায়। বিষয়টি নিয়ে নিজের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে কেউ সদুত্তর দিতে পারেননি। কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল? উত্তর এখনও অধরা।
কী ঘটেছিল?
সৌমেনের দাবি, চেক না অনলাইন পেমেন্ট হিস্ট্রিতে ওই টাকা ট্রান্সফার নিয়ে কোনও উল্লেখ নেই। তিনি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়েই বুঝতে পারেন যে ১৩ হাজার ৯০০ টাকা মুম্বইয়ের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে। যুবকের দাবি, তিনি ওই টাকা কাউকে দেননি। বিষয়টি নিয়ে তিনি নিজের অর্থাৎ কানাডা ব্যাঙ্কে যান। কানাডা ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যুৎসই কোনও উত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন অভিযোগকারী। তবে কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগ দায়েরের পর ব্যাঙ্ক পোর্টালে তা উল্লেখ করলে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। যদিও তা কবে হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। এদিকে সেবায়ন সংস্থার কর্মী সৌমেনের দুশ্চিন্তা, এই কারেন্ট অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকা ঢোকে। ফলে এই ঘটনা যদি ফের ঘটে, যদি এর থেকেও বড় অঙ্কের টাকা অন্যত্র চলে যায়, তখন কী হবে? উত্তর নেই। এমন যে আর ঘটনা না, তা নিয়ে কোনও স্পষ্ট আশ্বাসও মিলছে না ব্যাঙ্কের তরফে।
মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।
ক্রেডিট কার্ডের নামে প্রতারণা...
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ গত বেশ কয়েক বছর ধরেই আকছার শোনা যাচ্ছে। গত মার্চ মাসে যেমন ক্রেডিট কার্ড অ্যাকটিভ করার নামে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ! অভিযোগ জানাবেন কোথায়? সার্চ ইঞ্জিন ঘেঁটে যে ওয়েবসাইট পাওয়া গেল, অভিযোগ- সেখানেও জাল পাতা ছিল প্রতারণার! এক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক মহিলা। মঞ্জু শর্মা নামে ওই মহিলার দাবি, গত ২৩ জানুয়ারি ফোন করে এক ব্যক্তি জানান, তাঁর ক্রেডিট কার্ড লাকি ড্রয়ে ৪ হাজার টাকার গিফট ভাউচার জিতেছেন। ভাউটার পেতে ক্রেডিট কার্ডটি নতুন করে অ্যাকটিভ করতে হবে। ওই ব্যক্তির নির্দেশ মেনে অ্যাকটিভ করতেই কার্ড থেকে ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।
মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করুন:মাধ্যমিকের ফল সরাসরি এবিপি আনন্দের ওয়েবসাইটে
আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো