Bengal SIR Row : শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! 'বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে..'
Fake Voter Card Found Sandeshkhali : ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে বেনিয়মের অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড ! সন্দেশখালিতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই SIR-এর ফর্ম ফিলাপ করার অভিযোগ। বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে বেনিয়মের অভিযোগ। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে, দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর।
আরও পড়ুন, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের আধার কার্ড মিলল সল্টলেকের রাস্তায় !
মৃত ভোটার !
এই ঘটনার পাশাপাশিই রাজ্যে অপরদিকে গুরুতর অভিযোগ উঠে আসছে। যেখানে কেউ মারা গেছেন ১২ বছর আগে, কেউ ১০ বছর, কেউ ৫ বছর আগে, অথচ নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায়! কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথে ১১২৫ জনের মধ্যে মৃত ভোটার ৫৯ জন, দাবি বিজেপির। তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তারা।
কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে !
কোয়ারা গ্রামে ঘুরে দেখা গেল, তালিকায় নাম থাকা কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। আর এই আবহেই সম্প্রতি, মৃত ভোটারের তালিকা নিয়ে পূর্ব বর্ধমানে আগেভাগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রাম। এই গ্রামের ২৫৮ নম্বর বুথে রয়েছে ১ হাজার ১২৫ জন ভোটার। এর মধ্যে ৫৯জন ভোটার মৃত বলে দাবি বিজেপির।
মৃত ভোটার খুঁজতে..
মৃত ভোটার খুঁজতে এবার রাজ্যের 'সমব্যথী' কর্মসূচির সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। সমব্যথী প্রকল্পের সহযোগিতা নিতে জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। সমব্যথী প্রকল্পে শ্মশানে দাহ করতে ২০০০ টাকা করে দেয় রাজ্য। সমব্যথী প্রকল্পে কতজন সুবিধা নিয়েছেন, তালিকা প্রস্তুত করতে নির্দেশ নির্বাচন কমিশনের। আগামী ১০ দিনের মধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। অপরদিকে, ছাব্বিশের ভোটের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এদিকে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, সীমান্ত এলাকায় ভুরিভুরি ভুয়ো ভোটার ধরা পড়েছে। কোথাও তা আবার ভুতুড়ে ! তবে এবার ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র 'AI'। মূলত ভুয়ো ভোটার ধরতে 'AI'-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে 'AI'- ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।






















