HC On Kalyani Medical: হস্টেলে থাকতে নিষেধ, থ্রেট কালচারে অভিযুক্ত ৪০ ডাক্তারির পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের
Calcutta High Court On Kalyani JNM Medical College : কলেজে প্রবেশে অনুমতি পেল কল্যাণী JNM কলেজের সাসপেন্ডেড পড়ুয়ারা , কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট ?
উত্তর ২৪ পরগনা: কল্যাণী JNM কলেজের সাসপেন্ডেড পড়ুয়াদের কলেজে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। থ্রেট কালচারে অভিযুক্ত ৪০ ডাক্তারির পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কলেজে ঢুকতে পারলেও হস্টেলে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে হাউস স্টাফ হিসেবে ডিউটি করারও অনুমতি । সাসপেন্ড করার আগে তদন্ত হয়েছিল? কলেজ কাউন্সিলকে প্রশ্ন আদালতের।
'যারা থ্রেট কালচারে অভিযুক্ত..'
প্রসঙ্গত, যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তারা কীভাবে ছাড়া পেল? আবার এসে একটা সংগঠন তৈরি করল। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছিল নিহত চিকিৎসকের পরিবার। নিহত চিকিৎসকের মা বলেছিলেন, যারা থ্রেট কালচারে, কলেজের প্রিন্সিপালই তো ওদের বিরুদ্ধে, মানে তথ্যপ্রমাণ ছিল বলেই ওদের বহিষ্কার করেছিলেন। কিন্তু ওরা কীভাবে ছাড়া পেল, আবার এসে একটা সংগঠন তৈরি করল?' প্রশ্ন তুলেছিলেন তাঁরা।
বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন নিয়ে অসন্তোষ প্রকাশ নির্যাতিতার পরিবারের
আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আন্দোলন ঘিরে গোটা রাজ্য়ে অভূতপূর্ব সাড়া পড়েছে, তখন তাদের পাল্টা হিসেবে সম্প্রতি একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। যার নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। যে সংগঠনের একাধিক সদস্য় আবার থ্রেট কালচারে অভিযুক্ত এবং যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থাও নিয়েছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষগুলি। সেই নতুন সংগঠন নিয়েও চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিল নিহত চিকিৎসকের পরিবার।
'হয়তো ওরাও বলছে আমার দিদির বিচার চাই, কিন্তু ওদের মধ্যেও কেউ হয়তো অপরাধী ঘুরে বেড়াচ্ছে'
নিহত চিকিৎসকের মা বলেছিলেন, 'হয়তো ওরাও বলছে আমার দিদির বিচার চাই, কিন্তু ওদের মধ্যেও কেউ হয়তো অপরাধী ঘুরে বেড়াচ্ছে। যতদিন এটা দেরি হবে বেশি তত এই অপরাধীরা আরও সাহস পাবে বেশি। আমি এটা মনে করছি।' থ্রেট কালচারে অভিযুক্ত হিসাবে একাধিক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ব্য়বস্থা নিয়েছিল আর জি কর মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু নবান্নের বৈঠকে এই শাস্তি দেওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী।
আরও পড়ুন, নৈহাটিতে বড় মা-এর কাছে মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়নে নতুন কোন ঘোষণা তাঁর ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।