Durga Puja 2024: টাকিতে বিসর্জনের দিন TMC বিধায়কের গাড়ি আটকে অশ্রাব্য গালি! ভিডিও ভাইরাল
TMC BJP Chaos During Taki Durga Immersion: টাকিতে বিসর্জনের দিন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের গাড়ি আটকে নিরাপত্তা রক্ষীকে অশ্রাব্য গালি, গাড়ির বনেটের ওপর বসে পড়েন কাউন্সিলরের মেয়ে!
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: টাকিতে বিসর্জনের দিন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের গাড়ি আটকে নিরাপত্তা রক্ষীকে অশ্রাব্য গালি!
গালিগালাজের অভিযোগ উঠল টাকি পুরসভার বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। গাড়ির বনেটের ওপর বসে পড়েন কাউন্সিলরের মেয়ে।
বিধায়কের নিরাপত্তা রক্ষীকে চড় মারতে উদ্যত হলেন বিজেপি কাউন্সিলর, গন্ডগোলের ভিডিও ভাইরাল। অভিযোগ, বিসর্জনের সময় ভিড়ের মধ্যেই বেপরোয়া গতিতে যাচ্ছিল বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের গাড়ি। এই ঘটনায় বিধায়কের তরফে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মীদের।
সম্প্রতিঅনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্য়োপাধ্য়ায় জেলায় পা রাখার আগে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের পাড়ুই। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছিলেন সাতজন বিজেপি কর্মী। বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের সাফাই, এটা নিছকই পারিবারিক ঝামেলা। একদিকে গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়ে ২ বছর পর বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে, লালমাটির জেলায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশাসনিক বৈঠকের ২৪ ঘণ্টা আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বীরভূমের পাড়ুই। দুই পরিবারের পারিবারিক বিবাদ গড়িয়েছিল রাজনৈতিক সংঘর্ষে।
শাসকদল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের পাড়ুই। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গত মাসেই। ৭ জন বিজেপি কর্মী আহত হয়েছিলেন, এদের মধ্যে চারজনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাতে পাড়ুইয়ের তাল্লা গ্রামে দুই পরিবারের বাচ্চাদের মধ্যে ঝগড়া থেকে রাজনৈতিক সংঘর্ষ বেধে গিয়েছিল। অভিযোগ, তৃণমূল কর্মীরা লাঠি-বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়েছিল। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছিল। পারিবারিক বিবাদকে রাজনীতির রং দেওয়া হচ্ছিল, প্রতিক্রিয়া দেয় তৃণমূল জেলা নেতৃত্ব।
আরও পড়ুন, যান্ত্রিক ত্রুটির জের, অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ এই অংশে..
পুজোর আগে আগেই জগদ্দল থেকে উঠে আসে আরও একটি হামলার ঘটনা। সেখানেও কাঠগড়ায় ছিল শাসকদল। মেঘনা জুটমিলে ঠিকাদারদের থেকে তোলাবাজি, প্রতিবাদ করায় বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে অর্জুন সিংয়ের ভাই-সহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছিল। আহত হয়েছিল বেশ কয়েকজন। অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।