Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে বরানগরে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর
Central Force on Hanuman Jayanti 2023: আজ হনুমান জয়ন্তীতে বরানগর থানার অন্তর্গত গোপাল লাল ঠাকুর রোড থেকে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ হনুমান জয়ন্তীতে বরানগর থানার অন্তর্গত গোপাল লাল ঠাকুর রোড থেকে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ডানলপ হয়ে হনুমান মন্দিরের সামনে পর্যন্ত চলছে টহলদারি। হনুমান জয়ন্তী উপলক্ষে এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা যেনও না ঘটে, তাই হাইকোর্টে নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর আজকের এই টহলদারি।
হনুমান জয়ন্তীতে ( Hanuman Jayanti ) অশান্তি এড়াতে, কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) নির্দেশে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় এভাবেই সকাল থেকে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। আর মঙ্গলবার রিষড়ায় গিয়ে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পর হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে নামলেন রাজ্যপাল (Bengal Governor CV Ananda Bose)।সকালে লেকটাউনের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল, পুজোর পর সম্প্রীতির বার্তা দেন সিভি আনন্দ বোস।
এরপর তিনি যান একবালপুরে। এলাকাবাসী, ব্যবসায়ী, শিশুদের অভিভাবকদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন তিনি। খোঁজখবর নেন আইনশৃঙ্খলা পরিস্থিতির। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে।
আজ রাজ্যে নজিরবিহীন হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। হনুমান জয়ন্তীতে পুলিশে আস্থা নেই হাইকোর্টের (High Court)। তাই কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে। রামনবমীর (Ramnavami) মিছিল নিয়ে অশান্ত হয়েছিল যে হাওড়া, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। আদালতের নিয়ম মেনে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারিও করা হয়েছে।
আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে সাধারণের মাঝে রাজ্যপাল, দিলেন পুজো, খেলেন ছাতুর সরবত
হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনে ৮ জন করে CRPF জওয়ান রয়েছেন। পোস্তা থানা এলাকায় ২ সেকশন, চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান ও আমর্হাস্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।