Newtown : কয়লামন্ত্রীর নামে ভুয়ো মেল পাঠিয়ে ছেলের চাকরির সুপারিশ ! পুলিশের জালে ২
Newtown : জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কয়লামন্ত্রীর নামে একটু ভুয়ো মেল আইডি তৈরি করেছিল সঞ্জয় গোস্বামী
রঞ্জিৎ সাউ, নিউটাউন : কয়লামন্ত্রীর (Coal Minister) নামে মেল পাঠিয়ে ছেলের চাকরির সুপারিশ ! কয়লা ভবনে ভুয়ো মেল পাঠিয়ে পুলিশের জালে সপুত্র ব্যক্তি। ধৃতদের নাম- সঞ্জয় গোস্বামী ও ছেলে সুব্রত গোস্বামী। অভিযোগের ভিত্তিতে মালদা (Malda) থেকে তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চাকরির সুপারিশ করে তাঁর কাছে একটি মেল এসেছে। এই মর্মে গত বছর ২৪ অগাস্ট নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন নিউটাউন কোল ভবনের এক আধিকারিক। কিন্তু, সেই মেলটি জাল ছিল। কয়লামন্ত্রীর নামে মেল আসে। যে স্ট্যাম্প ও সই রয়েছে তা-ও নকল।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর গতকাল মালদার ইংরেজবাজার এলাকায় হানা দিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কয়লামন্ত্রীর নামে একটু ভুয়ো মেল আইডি তৈরি করেছিল সঞ্জয় গোস্বামী। সেই মেল আইডি দিয়ে নিউটাউন কোল ভবনে ছেলে সুব্রত গোস্বামীকে যাতে চাকরি দেওয়া হয় সেই সুপারিশ করে মেল পাঠায়। এর পাশাপাশি সেখানে মন্ত্রীর জাল সই ও স্ট্যাম্প ছিল।
আরও পড়ুন ; পূর্ব বর্ধমানে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র বিলির অভিযোগ, জালিয়াতির পর্দাফাঁস করল প্রশাসন
শুধু তাই নয়, পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায় সেই সময় সেখান থেকে উদ্ধার হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রীর, মালদা পেকুয়াহাট হাইস্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড ও স্ট্যাম্প।
ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই স্ট্যাম্প ও লেটার হেড সে কোথা থেকে পেল ও এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে চায় পুলিশ।
প্রসঙ্গত, দিনকয়েক আগে টাকার বিনিময়ে ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র (disability certificate) বিলির অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র ৫টি ব্লকেই প্রায় সাড়ে চারশো ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র মিলেছে। তাঁদের অনেকে বিশেষভাবে সক্ষমদের ভাতাও পাচ্ছেন। চক্রের পিছনে কারা, তদন্ত শুরু করেছে প্রশাসন।