Bhatpara: মাথা ঘুরে মেশিনে পড়ে মৃত্যু শ্রমিকের, জুটমিলে চরম অশান্তি শুরু
সোমবার বিকেলে কাজ করার সময় মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগনা): কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল কাঁকিনাড়া জুটমিলে। মৃত শ্রমিকের নাম দিলীপ পাসোয়ান। পুলিশ সূত্রে খবর ওই শ্রমিকের বয়স ৫০ বছর। তিনি ওই মিলের উইন্ডিং বিভাগের কর্মী ছিলেন।
মৃতের সহকর্মীরা জানান, সোমবার বিকেলে কাজ করার সময় মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ বাইরে বের করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকদের বাঁধায় কর্তৃপক্ষের সেই চেষ্টা ব্যহত হয়। মৃতের সহকর্মীরা ফের মিলের ভেতরে মৃতদেহ এনে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ থেকে আনা মূল্যবান কানাডিয়ান হাঁস নিয়ে পাচারের সময়ে বসিরহাট থানার পুলিসের হাতে ধরা পড়ল দুই যুবক। বসিরহাটের ইছামতী সেতুর উপর দুই বাইক আরোহীর কাছে বড় বড় থলে দেখে পুলিসের সন্দেহ হয়। এরপরই বসিরহাটের দক্ষিন বাগুন্ডি গ্রামের বাসিন্দা দুই যুবক রুহুল আমিন মিস্ত্রি ও রবিউল মিস্ত্রিকে আটক করে পুলিশ। তল্লাশির সময়ে লক্ষাধিক টাকা মূল্যের ৬ টি কানাডিয়ান হাঁস উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। তাদের কাছে বাজেয়াপ্ত হাঁসগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।উদ্ধার হওয়া কানাডিয়ান বড় বুনো হাঁসগুলির এক-একটির ওজন ৫ থেকে ৬ কিলোগ্রাম। কালো মাথা ও ঘাড়ে সাদা রঙের ওই হাঁসের চোয়ালের নীচে সাদা ও বাদামী রঙের হয়ে থাকে। এরা উড়তেও পারে।
আরও পড়ুন, পুজোর আগে রাজ্যে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ
অন্যদিকে, ফের অবৈধ সম্পর্ক নিয়ে অশান্তির জেরে স্বামীকে খুনের (Murder) অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। স্বামীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে অত্যাচার করার পর খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা (Gaighata) থানার গাতি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃতের নাম সঞ্জয় সরকার। বনগাঁ থানার ঢাকা পাড়ার বাসিন্দা বছর বিয়াল্লিশের সঞ্জয়কে খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছেন তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশের কাছে এমনটাই অভিযোগ জানিয়েছেন সঞ্জয়ের পরিবারের সদস্যরা।