Sweta Chakraborty : নৈহাটির বাড়িতে খোঁজ মিলল না অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর ! কী জানালেন বাবা ?
Ayan Sil : কুন্তলের পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ।
সমীরণ পাল, নৈহাটি : নৈহাটির (Naihati) বাড়িতে খোঁজ মিলল না অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর (Sweta Chakraborty)। 'শ্বেতা চক্রবর্তী বাড়িতে নেই, তিনি যোগাযোগ রাখছেন আইনজীবীদের সঙ্গে। ইডি-র (Enforcement Directorate) সঙ্গেও যোগাযোগ রাখছেন। প্রয়োজনে ইডি-কে সাহায্য করবেন শ্বেতা। সবরকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি।' একথা জানালেন শ্বেতা চক্রবর্তীর বাবা অরুণ চক্রবর্তী।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের গ্রেফতারির পরই উঠে এসেছে আরও এক রহস্য়ময়ীর নাম। শ্বেতা চক্রবর্তী। অয়নের অ্য়াকাউন্ট থেকে যাঁর অ্য়াকাউন্টে মোটা অঙ্কের লেনদেন হয়েছে।
কিন্তু কে এই শ্বেতা ? কী তাঁর পরিচয় ? কীভাবে আলাপ অয়নের সঙ্গে ? অর্পিতা মুখোপাধ্য়ায়, হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর এবার শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির তদন্তে আরও এক রহস্য়ময়ীর সন্ধান। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের অ্য়াকাউন্ট থেকে এই শ্বেতার অ্য়াকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে।
কিন্তু কে এই শ্বেতা ? তাঁর সঙ্গে কী সম্পর্ক অয়নের ?
সূত্রের খবর, শ্বেতার বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ২০১৫ সালের আগে জিরাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ছিলেন শ্বেতা। ২০১৫ সালে ব্য়ক্তিগত কারণে ট্রান্সফার নিয়ে বলাগড়ের নিত্য়ানন্দপুর ১ নম্বর পঞ্চায়েতে যোগ দেন তিনি। ২০১৭ সালে চাকরি ছেড়েও দেন তিনি। এদিকে, ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এই পঞ্চায়েতেরই কার্যনির্বাহী সহায়ক ছিলেন অয়ন শীল। কিন্তু পরবর্তীকালে তিনিও চাকরি ছেড়ে দেন। সূত্রের খবর, সেই সময় থেকেই থেকেই অয়ন-শ্বেতার পরিচয়।
সূত্রের খবর, নৈহাটির বাড়ি ছেড়ে কামারহাটির রথতলায় ফ্ল্য়াটে থাকতেন শ্বেতা। ২ বছর ধরে অয়নের ভাগ্নি পরিচয়ে থাকতেন এখানে। সূত্রের খবর, একটা সময় কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টেও কাজ করেছেন তিনি। কামারহাটি পুরসভা চেয়ারম্য়ান গোপাল সাহাও জানান, হ্য়াঁ, এখানে কাজ করতেন। ২০১৬ সালে অয়নের সংস্থা রিক্রুটমেন্ট কাজ করেছে। পার্সোনালি চিনতাম না। এখানে কোনও দুর্নীতি হয়নি। সংস্থার তরফে হয়েছে কিনা জানি না।
অন্য়দিকে, চুঁচুড়ার ABS টাওয়ার..এর ৫ তলায় অয়নের পাশের ফ্ল্য়াটেই থাকতেন এক তরুণী। স্থানীয় সূত্রে দাবি, তিনিই শ্বেতা।
এর পাশাপাশি অয়নের প্রযোজনায় হিন্দি ও বাংলায় কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন শ্বেতা। সম্প্রতি শ্বেতার বড় কাজ, কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত কবাডি কবাডি ফিল্মে। সিনেমার মুখ্য় চরিত্রে রয়েছেন সোহিনী সরকার। তাঁরই বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা। এই ছবির প্রযোজকও অয়ন শীলই।
আরও পড়ুন ; অয়ন শীলের প্রযোজনার ছবিতে শ্বেতা, অভিনয়ের পুরো পারিশ্রমিক পাননি এখনও বলছেন ঋত্বিক, সোহিনীরা !