Barasat : “আনিস খুনের বদলা চাই”, মাওবাদী-নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল বারাসাতে
North 24 Paragana : একমাসের মধ্যে সিটকে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট
সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পরগনা) : আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডে, এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। এরই মধ্যে এবার “আনিস খুনের বদলা চাই” লেখা মাওবাদী পোস্টার পড়ল বারাসাতে (Barasat)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেপথ্যে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুরে বারাসাতের কলোনি মোড় সংলগ্ন ওভারহেড গেটের পিলারে বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। সাদা কাগজের লাল কালিতে তার কোনওটিতে লেখা হয়েছে, “আনিস খানের খুনের বদলা চাই।” কোনওটিতে লেখা, “আনিস খানের খুনের বদলা নাও, তৃণমূলকে কবর দাও।” কোথাও লেখা, “শহিদ কমরেড আনিস খান লাল সেলাম।” নিচে প্রেরকের জায়গায় লেখা, সিপিআই (মাওবাদী)। বারাসাতের মতো জায়গায় এধরনের পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
সম্প্রতি ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। ঘটনার রেশ এখনও বজায় রয়েছে। ঘটনা গিয়ে পৌঁছেছে আদালতে। একমাসের মধ্যে সিটকে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, বাইরের কারও দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১ মার্চ আনিস-মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করেছিল SIT ও উত্তর ২৪ পরগনার জেলা জজ। ওই দিনই তদন্তপ্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আমতা থানার ওসিকে ছুটিতে পাঠানো হলেও, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, জানতে চেয়েছিলেন বিচারপতি।
আর গত সোমবার তদন্তপ্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, SIT-কে ১ মাসের মধ্যে ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে হবে। অত্যন্ত গুরত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে, এই সময়সীমা বাড়ানো হবে না। ১ সপ্তাহের মধ্যে ফরেন্সিক রিপোর্ট দিতে হবে।