North 24 Paraganas: উত্তর ২৪ পরগনায় দু’জায়গা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের
North 24 Paraganas News: হাড়োয়ার কলুপুকুরে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেন উর্দিধারীরা। এছাড়া গতরাতে বরানগরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: আবারও উদ্ধার হল আগ্নেয়াস্ত্র (Firearms)। উত্তর ২৪ পরগনায় (North 24 Paraganas) দু’জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্র উদ্দার করে দুই জায়গা থেকে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরানগরে অস্ত্র উদ্ধার
ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় বরানগর থানার পুলিশ। খবর মিলতেই বরানগরের সাবেদা বাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে অজয় মণ্ডল নামে বছর তিরিশের এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
সূত্রের আরও খবর, বেলঘড়িয়ার তরুণ পল্লীর বাসিন্দা ওই ব্যক্তি বরানগর সাবেদা বাগানে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন এসেছিল তা জানতে ধৃতকে আজ আদালতে তুলে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল? কে তাকে আগ্নেয়াস্ত্র সরবারহ করেছে? সমস্ত বিষয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে পুলিশ।
আরও পড়ুন: Kolkata News: ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার শিক্ষক
হাড়োয়ায় অস্ত্র উদ্ধার
গতকাল রাতে হাড়োয়ার কলুপুকুরে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেন উর্দিধারীরা। উদ্ধার হয় ১টি কারবাইন, ১টি রাইফেল, ৪টি রিভলভার, ১টি পাইপ গান ও ১৫ রাউন্ড কার্তুজ। ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বাইক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে আগ্নেয়াস্ত্র পাচার করতে আসছিল। পণ্য পরিবহণের নামে চটের ব্যাগে খড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছিল বলে দাবি পুলিশের।
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দিতেই জেলায় জেলায় তৎপরতা বেড়েছে পুলিশের। রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডের পর, বগটুই গ্রামে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।