কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, অশোকনগরে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের
পুলিশ সূত্রে খবর, মোটরবাইক আরোহী এক যুবকের বাইকের সামনে আচমকাই একটি কুকুর চলে আসে
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। আজ সকালে অশোকনগর স্টেশন থেকে নৈহাটি রোড যাওয়ার রাস্তায় শেরপুরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মোটরবাইক আরোহী এক যুবকের বাইকের সামনে আচমকাই একটি কুকুর চলে আসে। কুকুরকে বাঁচাতে গিয়ে তিনি ছিটকে পড়েন পাশ দিয়ে যাওয়া অন্য একটি গাড়ির চাকার নীচে। ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। অশোকনগর থানার পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক।
সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় মৃত্যু হয় এক বাইক চালকের। ২৯ অগাস্ট সকালে সিটি সেন্টার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ওপর গাছের বড় ডাল ঝুলে থাকা নিয়ে পুরসভা ও বনদফতরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তা নিয়ে সাফাই দিয়েছে দুই কর্তৃপক্ষ।
হঠাত্ই ভেঙে পড়ে গাছের ডাল। চাপা পড়লেন এক বাইক আরোহী। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। রবিবার সকাল ৯টা নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ফাঁকা রাস্তায় বাইকে যাচ্ছিলেন বছর তিরিশের যুবক। আচমকা গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে মাথার ওপর। রাস্তার পাশের একটি লজের সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত।
গুরুতর আহত যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুকুমার মল্লিক। বাড়ি দুর্গাপুরের গোপীনাথপুর এলাকায়। ব্যস্ত রাস্তার ওপর গাছের বড় ডাল ঝুলে থাকা নিয়ে পুরসভা ও বনদফতরের ভূমিকায় সরব হয়েছেন স্থানীয়রা।
লজ ম্যানেজার সূর্য তালুকদার বলেছেন, আমাদেরই লজের সিসিটিভিতে ধরা পড়েছে ছবি। আমরা বারবার করে এই সব ডাল কেটে দেওয়ার জন্য বলি। পুরসভা বলে বন দফতর দেখে। কেউ গাছ কাটার ব্যবস্থা করে না। এই কারণেই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, গ্রেফতার ১