North 24 Pargana News: তোলাবাজিতে বাধা দেওয়ায় হামলা, বন্দুকের বাঁট ও ধারাল অস্ত্র দিয়ে মারধর
প্রতিবাদীর অভিযোগ, এলাকায় তোলাবাজির কারবার চালায় বিকাশ সিংহ। প্রতিবাদ করায়, গতকাল ১৫-২০ জন বাইকে করে এসে তাঁর ওপর হামলা চালায়।
উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে তোলাবাজিতে বাধা দেওয়ায়, প্রতিবাদীকে মারধর। পাল্টা হামলার অভিযোগ অভিযুক্ত পক্ষের। সোশাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদীকে মারধরের ছবি। প্রতিবাদীর অভিযোগ, এলাকায় তোলাবাজির কারবার চালায় বিকাশ সিংহ। প্রতিবাদ করায়, গতকাল ১৫-২০ জন বাইকে করে এসে তাঁর ওপর হামলা চালায়। বন্দুকের বাঁট ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর, আতঙ্কিত চালকেরা
অন্যদিকে, নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ। ব্যারাকপুরের (Barracpur) সাংসদ অর্জুন সিংহ অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের (TMC) অভিযোগ, পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী (Netaji Subhash Chandra Bose) উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা রক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপি সাংসদ। সিআইএসএফ বেশ কয়েকরাউন্ড গুলি চালায়। তৃণমূল কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ।
পাল্টা সাংসদের দাবি, নেতাজি মূর্তিতে মাল্যদানে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। তাঁরাই গন্ডগোল পাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, সাংসদ মাল্যদান করলে আপত্তি কোথায়! নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। প্রাসঙ্গিক থাকার জন্য বিজেপি সাংসদের নাটক, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
ঘটনাস্থলে দুপক্ষের ধস্তাধস্তি ও বচসার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে অর্জুন সিংহকে সরিয়ে নিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, একজন সাংসদকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করতে বাধা দেওয়া হল। এই ঘটনায় এ রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির বেহাল দশাই ফুটে উঠেছে।
অর্জুন সিংহ বলেছেন, পুরো ঘটনার কথা তিনি লোকসভার অধ্যক্ষ, রাজ্যপালকে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, অর্জুন সিংহ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তাই প্রাসঙ্গিকতা ফিরে পেতে অশান্তি তৈরির পথে হাঁটছেন।
তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের নেতারা নেতাজীর মূর্তিতে মালা দিচ্ছিলেন। সেই সময় সাংসদ এসে গালিগালাজ করে। তাঁর নিরাপত্তা রক্ষীরা সাত রাউন্ড গুলি চালায় বলেও তৃণমূলের অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে বিজেপি।