North 24 Pargana: পুজোর মুখে বন্ধ ব্য়ারাকপুর ব্রিজ, শুরু রাজনৈতিক চাপানউতোর
North 24 Pargana News: বৃহস্পতিবার রাত বারোটা থেকে বন্ধ রয়েছে। তা বন্ধ থাকবে আগামী সোমবার ১৯ তারিখ সকাল ছটা পর্যন্ত। কারণ হিসেবে জানানো হয়েছে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য বারাকপুর ব্রিজ বন্ধ আর তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোত্তর। ব্যারাকপুর-বারাসাতের (Barrackpore-Barasat) গুরুত্বপূর্ণ রাস্তা ১৫ নম্বর রেলগেটের সামনে ফ্লাইওভারটি (Bridge) বৃহস্পতিবার রাত বারোটা থেকে বন্ধ রয়েছে। তা বন্ধ থাকবে আগামী সোমবার ১৯ তারিখ সকাল ছটা পর্যন্ত। কারণ হিসেবে জানানো হয়েছে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সেই মতো শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষার কাজ। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ২০ টন এর মাল বোঝাই ভারী গাড়ি উপরে চাপিয়ে ব্রিজটি কতটা বহন করতে পারে তা কম্পিউটারের সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে, গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হওয়াতে পুজোর মুখে সমস্যায় সাধারণ মানুষ। হয়রানির শিকার হতে হচ্ছে সবাইকেl ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, একটি নিয়মিত ব্রিজের বহন ক্ষমতা কতটা সেটাই দেখা হচ্ছেl কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পচিমবঙ্গ যুব মোর্চা মুখপাত্র সুপ্রিয় ঘোষ তিনি বলেন এর আগেও ব্রিজে ফাটল দেখা গিয়েছিল।
খুলতে চলেছে টালা ব্রিজ
অবশেষে প্রতীক্ষার অবসান। মিটে যাবে ট্রাফিক সমস্যা। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
নতুন রূপে টালা ব্রিজ:
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে টালা ব্রিজ। শুক্রবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও পূর্ত মন্ত্রী পুলক রায়, দুই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে টালা ব্রিজ নিয়ে আলোচনা করেন।
গুরুত্ব কোথায়:
উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বেরোয়। সেখানে বলা হয়, টালা ব্রিজ মেরামতি করে কোনও লাভ হবে না। পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ।
উল্লেখ্য, উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। পুজোর আগে ব্রিজ খুলে দেওয়া হলে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে। তবে ব্যারাকপুর ব্রিজ এখন যত তাড়াতাড়ি খুলবে ততই সেখানকার মানুষেরও সুবিধে হবে।
আরও পড়ুন: 'বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন', খড়্গপুরে কটাক্ষ দিলীপ ঘোষের