রাস্তা দখল করে অবৈধ দোকানপাট-ঘরবাড়ি, দেগঙ্গায় থমকে সংস্কারের কাজ
দেগঙ্গা বাজার থেকে হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও হাওড়া এই দুই ব্লকের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা। এ
![রাস্তা দখল করে অবৈধ দোকানপাট-ঘরবাড়ি, দেগঙ্গায় থমকে সংস্কারের কাজ North 24 Pargana Occupying the road, illegal shops and houses, repair work stopped in Deganga রাস্তা দখল করে অবৈধ দোকানপাট-ঘরবাড়ি, দেগঙ্গায় থমকে সংস্কারের কাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/924101b4743c22b5b94cb54c74853fa8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাস্তা দখল করে দোকানপাট। অবৈধভাবে তৈরি করা হয়েছে ঘর। তার জেরে, দেগঙ্গায় থমকে রয়েছে রাস্তা সংস্কারের কাজ। এদিকে, বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছে এলাকাবাসী।
দেগঙ্গা বাজার থেকে হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ও হাওড়া এই দুই ব্লকের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়েই প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে আসেন রোগীরা। সবসময়ই যাতায়াত করছে অ্যাম্ব্যুল্যান্স।
প্রায় ৮ মাস আগে,এই সাড়ে ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত দফতর। কিন্তু কাজ এগোবে কী করে? রাস্তার দুধার জুড়ে বেআইনি দোকান।
অবৈধভাবে ঝুপড়ি বানিয়ে সেখানে সংসার পেতেছে বহু পরিবার। প্রশাসনের তরফে একাধিকবার নোটিস দিয়েও, হয়নি কাজ। অবৈধ দখলদারির কারণে, থমকে গেছে রাস্তা সংস্কারের কাজ।
এদিকে, রাস্তা সারাই না হওয়ায়, তার ফল ভুগতে হচ্ছে পথচলতি সাধারণ মানুষকে। রাস্তাময় বড় বড় খানাখন্দ। যার জেরে বাড়ছে দুর্ঘটনা। তার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষজন।
রুহুল আমিন চৌধুরী নামে দেগঙ্গার এক বাসিন্দা জানাচ্ছেন, রাস্তা সংস্কার করা হোক তা না হলে প্রতিদিন দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। জানা গিয়েছে, সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই স্থানীয় তিনটি পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছে ব্লক প্রশাসন।
দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর কথায়, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ শুরু হলেও দেগঙ্গা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ দখলদারির জেরে রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের আশ্বাস, দ্রুত দখলদারি হঠিয়ে, হবে রাস্তা মেরামতির কাজ। ইতিমধ্যেই গোটা এলাকা পরিদর্শন করেছেন পিডব্লুডির আধিকারিকরা।
আরও পড়ুন: Kolkata: উত্তর কলকাতা এবং হুগলির চুঁচুড়ায় পুরসভার পানীয় জলে সমস্যা, ডিভিসিকে দুষলেন ফিরহাদ
আরও পড়ুন: West Midnapore: জলপ্লাবিত ঘাটালে বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধার ১ মৃতদেহ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)