Kolkata: উত্তর কলকাতা এবং হুগলির চুঁচুড়ায় পুরসভার পানীয় জলে সমস্যা, ডিভিসিকে দুষলেন ফিরহাদ
ডিভিসি যে জল ছেড়েছে, সেই জল ছাড়ার ফলে গঙ্গায় ঢুকেছে প্রচুর পলিমিশ্রিত জল।
![Kolkata: উত্তর কলকাতা এবং হুগলির চুঁচুড়ায় পুরসভার পানীয় জলে সমস্যা, ডিভিসিকে দুষলেন ফিরহাদ Kolkata Water problem hooghly district faces same for two three days firhad hakim alleges dvc Kolkata: উত্তর কলকাতা এবং হুগলির চুঁচুড়ায় পুরসভার পানীয় জলে সমস্যা, ডিভিসিকে দুষলেন ফিরহাদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/ba68948ee7e9c4912c7ddd5694966fe8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ফের জলের সমস্যা দেখা দিল উত্তর কলকাতা জুড়ে। পুরসভার পানীয় জলে সমস্যার তৈরি হয়েছে। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচারও করা হচ্ছে। যদিও ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, আশ্বাস ফিরহাদ হাকিমের। একই সমস্যা দেখা দিচ্ছে হুগলি জেলায়।
রাজ্য ও কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে, ডিভিসি যে জল ছেড়েছে, সেই জল ছাড়ার ফলে গঙ্গায় ঢুকেছে প্রচুর পলিমিশ্রিত জল। কালো রঙা সেই পলি ঢুকে যাওয়ায় গঙ্গার থেকে জল শুদ্ধ করার যে প্লান্ট রয়েছে সেখানে সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার জেরে ঘোলা জল সরবরাহ হচ্ছে। অনেক জায়গায় বন্ধ হয়েছে জল সরবরাহ। উত্তরপাড়া থেকে শ্রীরামপুরেও জল ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। কাল কলকাতায় ৫০ শতাংশ জল উৎপাদন হবে, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন, ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার
এ প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "ডিভিসির জল ছাড়ার জন্য গঙ্গায় জলস্তর বেড়েছে। জলের সঙ্গে মাটির পরিমাণ বেড়েছে। কালো রঙের মাটি মিশে গিয়েছে। যার জন্য জলের এমন খারাপ অবস্থা। জল পরিশুদ্ধ প্ল্যান্টে মাটি সব ঢুকে গিয়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের তরফে ঠিক করা হয়েছে যে জোয়ারের সময় উপরিভাগ থেকে অল্প জল নেব। যাতে ভাল জল সরবরাহ করবে। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যে বিষয়টি ঠিক হয়ে যাবে। জলের প্রেসার কম থাকবে।"
আরও পড়ুন, অষ্টমীর মহা সন্ধিক্ষণে সিঁদুর ছড়ানো মেঝেতে দুর্গার পদচিহ্ন, দেখতে ভিড় জমান ভক্তরা
প্রসঙ্গত একমাস আগেই পলতায় পুরসভার জলের পাইপ লাইন ফেটে বড়সড় বিপত্তি দেখা দেয়। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে জল সঙ্কট দেখা দেয়। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল ৬টার সময় পুরসভার পরিশ্রুত জল সরবরাহ হওয়ার কথা ছিল। কিন্তু জল এলেও সেখানে ছিল না কোনও গতি। এতটাই ধীর গতিতে সরবরাহ ছিল যে অনেক জায়গায় জল সরবরাহে বিঘ্ন ঘটে। কোথাও আবার ঘোলা জলও এসেছে। উত্তর কলকাতার বেশ কিছু ওয়ার্ড এবং মধ্য কলকাতার বউবাজার পর্যন্ত এই সমস্যা দেখা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)