North 24 Pargana: রাজ্যে ফের খনিজ তেলের ভাণ্ডারের হদিশ? সমীক্ষার কাজ শুরু করল ONGC
মাটির নীচে তরল সোনার হদিশ? উত্তর ২৪ পরগনায় খনিজ তেলের ভাণ্ডার? অশোকনগরের পর এবার বনগাঁ। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে সমীক্ষার কাজ শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন, ONGC

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ফের খনিজ তেলের ভাণ্ডারের হদিশ? অশোকনগরের পর এবার বনগাঁ। খনিজ তেলের সন্ধানে সমীক্ষার কাজ শুরু করল ONGC। গাইঘাটাতেও চলবে পরীক্ষা-নিরীক্ষা। পঞ্চায়েত ভোটের আগে বিভেদ ভুলে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল ও বিজেপি।
মাটির নীচে তরল সোনার হদিশ? উত্তর ২৪ পরগনায় খনিজ তেলের ভাণ্ডার? অশোকনগরের পর এবার বনগাঁ। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে সমীক্ষার কাজ শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন, ONGC। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ। বনগাঁ, গাইঘাটা-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা সম্ভাবনাময় বলে জানিয়েছে ONGC।
পঞ্চায়েত ভোটের আগে সবকিছু নিয়েই রাজনীতির দড়ি টানাটানি চলছে। কিন্তু এক্ষেত্রে উন্নয়ন-ইস্যুতে একসুর তৃণমূল ও বিজেপির। কেন্দ্রীয় সরকারি সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শাসক ও বিরোধীদল।
বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান মুক্তি সরকারের কথায়, আমার এলাকায় খনন কাজ শুরু হয়েছে, খুবই আনন্দের খবর, যদি এখানে খনিজ তেল পাওয়া যায় তাহলে কালুপুর সহ বনগাঁর উন্নয়ন হবে।
বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের কথায়, যদি এই এলাকায় খনিজ তেল পাওয়া যায় তাহলে কর্মসংস্থান হবে। এলাকার উন্নয়ন হবে। এর আগে ২০১৯ সালে, উত্তর ২৪ পরগনার নৈহাটি-হাবড়া রাজ্য সড়কের ধারে শোকনগরের বাইগাছিতে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের প্লান্ট তৈরির উদ্যোগ নেয় ONGC।






















