North 24 Pargana: বনগাঁয় লরির সঙ্গে ধাক্কা, প্রাণ হারালেন ২ বাইক আরোহী
North 24 Pargana Bangaon Road Accident: যশোর রোডে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে বকশিপল্লী পেট্রোল পাম্পের সামনে যশোর রোডের ওপর।
সমীরণ পাল, বনগাঁ: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ বাইক আরোহী। বনগাঁয় (bangaon) ঘটনাটি ঘটেছে। লরির (truck) সঙ্গে বাইকের (bike) ধাক্কায় প্রাণ হারালেন তাঁরা। ৩৫ নং জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে বনগাঁ (bangaon) শহরের বকশিপল্লী এলাকায়। শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে বকশিপল্লী পেট্রোল পাম্পের সামনে যশোর রোডের ওপর।
দিনের শেষে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন বিদ্যুৎ দফতরে কর্মরত ঐ দুই যুবক। দুজনেই বনগাঁর বিদ্যুৎ দপ্তর এর অফিসে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো এদিনও দুই সহকর্মী কাজ শেষে একই স্ক্রুটিতে করে একসঙ্গে ফিরছিলেন বাড়িতে। মৃত দুই যুবক হলেন বছর ৩১ এর আশিক দাস ও বছর ৩৩ এর রাজু দাস। ফেরার পথে একটি ১০৭ গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মারা যান দীনবন্ধু নগরের বাসিন্দা আশিক দাস। অপর সহকর্মী গোবরডাঙার বাসিন্দা রাজু দাস বনগাঁ মহাকুমা হাসপাতালে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকালই, খড়্গপুরে (Kharagpur) পথ দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল একজনের। অটো উল্টে গিয়ে এই ঘটনায় আহত আরও পাঁচজন। জানা গেছে, দ্রুত গতিতে আসছিল একটি সরকারি বাস। এই বাসটিকে পাস দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় যাত্রীভর্তি ওই অটো। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। আহত আরও পাঁচজনকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সতকুই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি সরকারি বাসকে পাস দেওয়ার সময় ওই অটোটি উল্টে যায়। অটোটিতেও ছিলেন যাত্রীরা। অটো নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিউল মাল(২৫) নামে এক যুবকের। উত্তর২৪ পরগনার বাসিন্দা রবিউল সপরিবারে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাট এলাকায় থাকতেন। তিনি পেশায় ছিলেন শ্রমিক।