Bangaon News: বাংলাদেশ থেকে সোনাপাচার! ট্রাক চালককে পিটিয়ে খুনের অভিযোগ বনগাঁয়, গ্রেফতার ৩
North 24 Parganas News: গৌড় সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে মেনেছেন তাঁর পরিবারের লোকজন। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছিলেন গৌড়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জীবিকা নির্বাহে ট্রাক চালাতেন। তাতে সীমান্ত টপকে চলে যেতে বাংলাদেশেও (Bangladesh)। আবার জায়গার জিনিস জায়গায় পৌঁছে দিয়ে ফিরে আসতেন বাড়িও। কিন্তু এ বার বাড়ি ফিরে খুন হয়ে গেলেন এক ব্যক্তি (Murder)। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ পুলিশের।
বনগাঁয় খুন ট্রাক চালক
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (Bangaon) ঘটনা। মৃত ব্যক্তির নাম গৌড় দত্ত। বয়স ৫২ বছর। বনগাঁ পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকার বাসিন্দা গৌড়। ট্রাক চালিয়ে সংসার চালাতেন তিনি (Crime News)। সেই মতো পেট্রোপল বন্দর হয়ে বুধবার বাংলাদেশে মালপত্র সরবরাহ করতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি খুন হন বলে অভিযোগ (Gold Smuggling)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গৌড়কে কয়েকটি সোনার বিস্কিট দেন এক ব্যক্তি। সীমান্ত পেরিয়ে ফিরে আসার সময় বাংলাদেশ সীমান্তে মোতায়েন, সে দেশের জওয়ানদের কাছে কাছে ধরা পড়ে যান তিনি। বাংলাদেশ বর্ডার গার্ডরা গৌড়ের কাছ থেকে সোনার বিস্কিটগুলি কেড়ে নেন বলে জানা গিয়েছে।
গৌড় সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে মেনেছেন তাঁর পরিবারের লোকজন। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছিলেন গৌড়। এর পরই কয়েক জন বাড়িতে এসে হাজির হন। গৌড়ের ট্রাকের তল্লাশি নেবেন বলে জানান তাঁরা। তাঁরা গৌড়কে তুলে নিয়ে যান বলে অভিযোগ।
আরও পড়ুন: Mahua Moitra: "তান্ত্রিকতায় এগুলো হয়, দক্ষিণেশ্বরে হয় না", মহুয়ার কালী বিতর্কে নানা মত বিদ্বজ্জনদের
তার পর থেক আর গৌড়ের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন। তাঁরা জানিয়েছেন, রাত পর্যন্ত খবর না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। এর পর বুধবার রাতে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় গৌড়কে। তাঁকে উদ্ধার করে বনগাও মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ।
গৌড়ের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়ে, পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশই তাঁদের খবর দেয় বলে জানিয়েছেন গৌড়ের পরিবারের লোকজন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁরা। কিন্তু সেখানে দিয়ে জানতে পারেন, তত ক্ষণে মারা গিয়েছেন গৌড়।
তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ
এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌড় কোন সোনাপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন তিনি, বিস্কিট হারানোতেই কি খুন হলে হল, খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। এখনও পর্যন্ত রশিদ মণ্ডল, মনোজ বৈদ্য এবং রাকেশ কারিগরকে গ্রেফতার করে জেরা চলছে।