North 24 Parganas: প্রাইমারি স্কুলের পিছনে বস্তায় ঢাকা বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়
Bomb Recovery: পাটের খেতের মধ্যে রাখা ছিল বোমাগুলি। একটি বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল। সেই বস্তার উপর শুকনো শ্যাওলা চাপা দেওয়া ছিল।
সমীরণ পাল, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা: সাতসকালে বোমা উদ্ধার। তাও আবার প্রাইমারি স্কুলের (Primary School) পিছনের খেত থেকে। গোটা চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) দেগঙ্গায়। সপ্তাহের প্রথম দিন বোমা (Bomb) উদ্ধার ঘিরে সরগরম দেগঙ্গার (Deganga) চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকা। ওই পঞ্চায়েতের নিকেরআটি এলাকায় সকালবেলা স্থানীয় একটি প্রাথমিক স্কুলের পিছনের খেত থেকে বোমার খোঁজ মেলে।
কীভাবে ছিল বোমাগুলি?
পাটের খেতের মধ্যে রাখা ছিল বোমাগুলি। একটি বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল। সেই বস্তার উপর শুকনো শ্যাওলা চাপা দেওয়া ছিল। পুলিশ সূত্রের খবর, চারটি বোমা ছিল সেখানে।
কীভাবে মিলল খোঁজ?
সোমবার সকালবেলায় নিকেরআটি এলাকার কিছু মহিলা ওই মাঠে কাজে গিয়েছিলেন। তখনই স্কুল থেকে একটু দূরে পাট ক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন তাঁরা। স্কুল (School) থেকে ওই জায়গার দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। এরপর সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহম্মদ ওমর ফারুককে খবর দেন ওই মহিলারা। তখন ওই ব্যক্তি দেগঙ্গা থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ ওই এলাকায় গিয়ে বোমাগুলি উদ্ধার করে।
কারা রাখা হল বোমা?
কে বা কারা ওইখানে বোমা রেখেছে, কী উদ্দেশ্যে বোমা রাখা হয়েছে, কোন সময়ে ওই এলাকায় বোমা রাখা হয়েছে। এই সব তথ্যের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক স্কুলের একেবারে পাশেই বোমা উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। স্কুলের পড়ুয়ারা যদি কোনওভাবে ওই খানে পৌঁছে যেত। কৌতূহলের কারণে বোমাভর্তি বস্তায় হাত দিত তাহলে কী হতে পারত, তা ভেবেই আতঙ্কিত এলাকার অভিভাবকরা। বসতি এলাকা এবং স্কুলের সামনে বোমা রাখা নিয়ে ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে ফের জিজ্ঞাসাবাদ? বাঁকুড়ায় সিআইডি