(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Parganas: ব্যবসায়ী ও আর্ট ডিরেক্টরের রহস্যমৃত্যু, যশোর রোড অবরোধ করে বিক্ষোভ
Duttapukur News: মৃতের পরিবারের দাবি, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সমীর। রাতে স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন বাড়ি ফিরছেন না।
সমীরণ পাল, দত্তপুকুর: দত্তপুকুরে (Duttapukur Death) ব্যবসায়ী ও আর্ট ডিরেক্টরের রহস্যমৃত্যু। মৃতের নাম সমীর পাল। তিনি দত্তপুকুরের টালিখোলা এলাকায় একটি কমিউনিটি হলের মালিক। নেপথ্যে জমি-মাফিয়ার হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীর আত্মীয়া ও দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা অঞ্জনা পাল। খুনের অভিযোগে দেহ আটকে রেখে দত্তপুকুর সংলগ্ন যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।
কী অভিযোগ?
মৃতের পরিবারের দাবি, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সমীর। রাতে স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন বাড়ি ফিরছেন না। এরপর আজ সকালে কমিউনিটি হল চত্বরেই একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, খোয়া গিয়েছে দুটি মোবাইল ফোন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হয়েছিল। মৃতের আত্মীয়া ও তৃণমূল পঞ্চায়েত সদস্যার অভিযোগ, কমিউনিটি হলের জমি লিখে দিতে চাপ দিচ্ছিল জমি-মাফিয়া। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের উপপ্রধান। পুলিশের দাবি, বাজারে প্রায় এক কোটি টাকা দেনা ছিল ওই ব্যবসায়ীর।
চলতি মাসেই নিমতা ভবানীপুরের ব্যবসায়ীকে ডেকে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে গলায় পেঁচিয়ে দেওয়া হয় সেলোটেপ। তারপর মুখে জড়িয়ে দেওয়া হয় প্লাস্টিক। উইকেট দিয়ে মাথায় মারার পাশাপাশি, মারা হয় ব্যাট দিয়েও। পরিবার সূত্রে দাবি করা হয়, সম্প্রতি ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ নেন ভাবিয়া। ওষুধ সরবরাহ করতেন নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্ত(৩৮) নামে তাঁরই ব্যবসার অংশীদার। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ২০২২-এর শেষ থেকে চলতি বছর পর্যন্ত ওই ৫০ লক্ষ টাকা নেওয়া হয় দফায় দফায়। তদন্তকারীদের নজরে ধৃত অনির্বাণ গুপ্তর এক বান্ধবী। কারণ, ২০ লক্ষ টাকা ঢুকেছিল ওই বান্ধবীর অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, খুন করার পর যাতে তাঁর দিকে তদন্তকারীদের নজর না পড়ে, তার জন্য সব রকম চেষ্টা করেছিলেন অনির্বাণ। যে ভুয়ো সংস্থার নামে তিনি ওষুধ সরবরাহ করতেন, সেই সংস্থার ভুয়ো মেল ID তৈরি করা হয়। সেখান থেকে ভাবিয়াকে মেল পাঠিয়ে বলা হয়, ৫০ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। ভাবিয়ার মেল আইডি থেকে পাল্টা মেল করে টাকা পাওয়ার জন্য ধন্যবাদও জানানো হয়। তদন্তকারীরা দাবি করেন, পুরো কাজটাই করেছেন অনির্বাণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: ভোটের আগে ধুন্ধুমার গোসবায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৬