North 24 Parganas News: ঝোপ পরিষ্কার করতে গিয়ে অঘটন, মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে গুরুতর আহত যুবক
Duttapukur Incident: দেগঙ্গার পর এবার দত্তপুকুরের কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে জখম ২৩ বছরের কবিরুল আলি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গার পর এবার দত্তপুকুর। বোমা বিস্ফোরণে জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, কদম্বগাছির সাজিপাড়ায় ঝোপ পরিষ্কার করতে গিয়ে শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারসাত মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেগঙ্গার পর এবার দত্তপুকুর। উত্তর ২৪ পরগনায় ফের বোমা বিস্ফোরণ। দেগঙ্গার পর এবার দত্তপুকুরের কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে জখম ২৩ বছরের কবিরুল আলি। বাড়ি দেগঙ্গার গোঁসাইপুরে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কদম্বগাছির সাজিপাড়ায় ঝোপ পরিষ্কার করতে গিয়ে শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে যায়। তরুণের বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে ওখানে বোমা এল, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে যখন ২৩ বছরের কবিরুল আলী। বাড়ি দেগঙ্গার গোসাইপুরে। আজ সকালে ঝোপ পরিষ্কার করতে গিয়ে কাঁদতে লাগাতে মাটির নিচে থাকা বোমায় বিস্ফোরণ। বাঁ হাতের তালু ক্ষতিগ্রস্ত। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ ।
জায়গাটার নাম সাজীপাড়া। কবিরুল আলী গ্রামের জামাই।জঙ্গল পরিষ্কার করার সময় কাস্তের কোপ লাগে মাটির নিচে থাকা বোমায়। তখনই বিস্ফোরণে বাঁ হাতের তালু ক্ষতিগ্রস্ত হয় বোমা ফেটে না কোনো বিস্ফোরণ মজুর ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আরো বোমা আছে কিনা বাকি মজুর ছিল জানার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। অসংখ্যজনক অবস্থায় ভর্তি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন, 'TMC আটকালে গঙ্গার জলে চোবাবেন..', শাহর সভার আগে হুঁশিয়ারি BJP বিধায়কের
চলতি মাসেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমা-বিদ্ধ হয়েছিল কৈশোর। তৃণমূলের পার্টি অফিসের পিছনে হয়েছিল বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ১৪ বছরের এক কিশোরের। দেগঙ্গায় বোমা বিস্ফোরণে গুরুতর আঘাত লেগেছিল এক কিশোরের। বোমায় জখম কিশোরকে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তৃণমূলের পার্টি অফিসের পিছনে বাগান থেকে উদ্ধার হয়েছিল আরও ৩টি তাজা বোমা। শাসকদলের অভিযোগের আঙুল উঠেছিল বিজেপি ও ISF-এর দিকে।