Dengue Death: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, বারাসাত পুর এলাকায় ফের মৃত্যু ২ জনের
North 24 Parganas News: বর্ষার মাঝে ঘরে ঘরে জ্বরের দাপট। ভয় বাড়িয়ে ডেঙ্গির দাপটও বাড়ছে জেলা-শহরে। উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়।
সমীরণ পাল, বারাসাত: উত্তর ২৪ পরগনার ডেঙ্গি (Dengue) পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বারাসাত পুরসভা এলাকায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। এলাকার পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলছেন বারাসাত পুরসভা এলাকার বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বাড়ছে ডেঙ্গি উদ্বেগ: বর্ষার মাঝে ঘরে ঘরে জ্বরের দাপট। ভয় বাড়িয়ে ডেঙ্গির দাপটও বাড়ছে জেলা-শহরে। উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়। জেলার সদর শহর বারাসাতে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হল। এর মধ্যে ১৯ বছরের রহমত আলি বারাসাতের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর ৪১ বছরের তপন শূর, বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের, রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দু-জনের মৃত্যুর কারণ হিসাবেই, উল্লেখ করা হয়েছে ডেঙ্গির কথা। আরও ভয়ঙ্কর বিষয়, নার্সিংহোমে ভর্তি করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দু-জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।এই তালিকায়, উত্তর ২৪ পরগনায় ৫, নদিয়ায় ৫, কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার ১ জনের মৃত্যু হয়েছে।
কিন্তু, বারাসাত পুরসভার বিভিন্ন জায়গায় কেন বাড়ছে ডেঙ্গির মতো মশাবাহিত রোগের প্রকোপ? বর্ষার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ।চারপাশে ঝোপ-জঙ্গল,মাটির ভাঙা হাঁড়ি, ভাঁড়, প্লাস্টিকের বোতল পড়ে আছে।পরিচ্ছন্নতার লেশটুকুও নেই।এমনই ছবি ধরা পড়েছে বারাসাতের ২২ নম্বর ওয়ার্ডে, মৃত রহমত আলির পাড়ায়। যেখানে কিছুদিন আগে ডেঙ্গিতেই এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল। তারপরও কি টনক নড়েনি পুরসভার? ডেঙ্গিতে মৃত যুবকের কাকা হাসান উর ইসলাম বলেন, “আমাদের এখানে ড্রেন-নিকাশির খুব খারাপ অবস্থা। ড্রেনগুলো প্রচণ্ড খারাপ অবস্থা।’’ স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী দল। সব মিলিয়ে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।
বর্ষার জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। ২৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫। শুধু কলকাতা নয়, শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের (Dengue affected) সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। নদিয়ায় ৩৫০ এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন ৯৫ জন।
আরও পড়ুন: Bhangar News: তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী