North 24 Parganas News: প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও TMC-র পঞ্চায়েত সদস্য ! 'চড়' কষালেন মেয়েদেরকে ?
North 24 Parganas Former Police Worker Attacked by TMC: প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্য

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আবাসনের রাস্তায় স্কুটার চালানো নিয়ে বিবাদ। প্রাক্তন পুলিশ কর্মীর মেয়েদের চড় মারার অভিযোগ। রহড়ার পাতুলিয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ৯ জানুয়ারির ঘটনার ছবি সোশাল সাইটে ভাইরাল । মারধরের ঘটনা ঘটেনি, দাবি পঞ্চায়েত সদস্যের।
তিলোত্তমার জন্মদিনের দিন নারী নির্যাতনের অভিযোগ ফের শহরে l ফের খড়দহে মায়ের সামনে আক্রান্ত পুলিশ পরিবার মেয়েকে হুমকি মারধর কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য l বিচার চেয়ে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ঘটনার মুহূর্তের ভিডিও l ঘটনার সূত্রপাত খড়দহ পাতুলিয়া এলাকার বাসিন্দা এই কলেজ পড়ুয়া ও তার দিদি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত তারা আবাসনের ভেতরের রাস্তা দিয়ে স্কুটি করে যাচ্ছিলো ঠিক সেই সময় গেটের সামনে এদের আবাসনের বাইরে বেরোতে বাধা দেয় রাস্তা আটকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার তার দলবল আসে l
অভিযোগ এসে বলে এখন থেকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না একটা নতুন নিয়ম হয়েছে এখান থেকে যাওয়া যাবে না l দুজনে প্রতিবাদ করে এরপরই পঞ্চায়েত সদস্য আসে দলবল নিয়ে এসের হুমকি দেয় আশিস চক্রবর্তীর নেতৃত্বে মহিলারা মারধর করে l খবর পেয়ে মেয়েটির পরিবারের লোক ঘটনাস্থলে আসলে তাদের সামনে মেয়েদর মারধর করে l ঘটনাস্থলে রহরা থানার পুলিশ আসলে পুলিশের পঞ্চায়েত সদস্যের বিরুধের গুলি চালানোর হুমকির অভিযোগ করে l
অভিযোগ, পুলিশ এসে শাসক নেতার হয়ে ওখানে পাল্টা তরুণীর বাড়ির লোককে ধাক্কা দেয় কোনো রকম সাহায্য পায়নি এমনটাই অভিযোগ l তরুণীর বাবা প্রাক্তন পুলিশ কর্মী পুলিশের এই ব্যাবহারে তারা রীতিমত আতঙ্কিত পরিবারে তরফে রহরা থানায় অভিযোগ জানানো হয় l পাল্টা শাসক নেতার দাবি, এই ভাইরাল ভিডিওর কোনও সত্যতা নেই কোনও । মারধরের অভিযোগ মিথ্যে। আমি বোঝাচ্ছিলাম। মারধরের কোনও ঘটনা ঘটেনি।'
আরও পড়ুন, 'কুপ্রস্তাবে' অরাজি, ICDS কর্মীকে অ্যাসিড নিক্ষেপ ! কতটা জোরে চিৎকারে পার হওয়া যাবে এ যন্ত্রণা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
