North 24 Parganas News: ভোটার তালিকা নিয়ে বৈঠকে সুজিত, দমকলমন্ত্রীর সামনেই TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে শাসনে সংঘাত !
North 24 Parganas TMC Inner Clash :'অভিষেক নির্দেশে ব্লক সভাপতি, তাও বাদ দিয়ে বৈঠক?' প্রশ্ন তুলে মন্ত্রীর কাছেই জবাব চাইতে আসার দাবি ব্লক সভাপতির

কলকাতা: দমকলমন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শাসনে সংঘাত! ভোটার তালিকা নিয়ে বৈঠকে সুজিত, দলবল নিয়ে বিক্ষোভ। যাদের নাম ঘোষণা হবে, তারা ছাড়া সবাইকে বেরোতে নির্দেশ মন্ত্রীর। বৈঠকে মন্ত্রী, হুড়মুড়িয়ে দলবল নিয়ে ঢুকলেন ২ তৃণমূল নেতা! 'অভিষেক নির্দেশে ব্লক সভাপতি, তাও বাদ দিয়ে বৈঠক?' প্রশ্ন তুলে মন্ত্রীর কাছেই জবাব চাইতে আসার দাবি ব্লক সভাপতির । সুজিতের বিরুদ্ধেই গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ বিক্ষুব্ধের একাংশের। বিজেপির দালাল বলে খোদ মন্ত্রীকেই আক্রমণ করে উঠল স্লোগান!
অতীতে একাধিকবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার তৃণমূল, তখনই প্রকাশ্যে এসেছিল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। লোকসভা ভোট শেষ হওয়ার পরে সেখানে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল। পাথরপ্রতিমা ব্লকে জি-প্লটের অঞ্চল ও বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হয়েছিল মারামারি। সাসপেন্ডেড অঞ্চল সভাপতি নুর ইসলাম ও বুথ সভাপতি দীপঙ্কর প্রধানের দলবদলের বিরুদ্ধে বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল। এর ফলে আক্রান্ত হয়েছিলেন কার্তিক মাইতি সহ বেশ কয়েকজন।
গোবর্ধনপুর থানায় আক্রান্ত তৃণমূল নেতার পক্ষ থেকে সাসপেন্ডেড তৃণমূল নেতা নুর ইসলাম সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে এফআইআর করেছিল পুলিশ। পাশাপাশি সাসপেন্ডেড নেতার নেতৃত্বে তৃণমূলের পতাকা নিয়ে বর্তমান বিধায়ক সমীর জানার বিরুদ্ধে মিছিল বের করেছিল কয়েকশ অনুগামী। সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ছিল দীপাঞ্চল জি-প্লট। সাসপেন্ডেড নেতা নুর ইসলামের অভিযোগ তুলেছিলেন, স্থানীয় তৃণমূল নেতা কার্তিক মাইতি ব্লক নেতৃত্বকে ভুল বুঝিয়ে আমাকে সাসপেন্ড করিয়েছে। আমি তৃণমূলের অনুগত সৈনিক। আগামী লড়াইয়ে ময়দানে দেখা হবে। অন্যদিকে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা জানিয়েছিলেন, ওই এলাকা থেকে ওই নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল।
আরও পড়ুন, 'রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল' ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? 'অভিষেক আইকন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
