Chhath Puja: ছটপুজো কেমন চলছে ? লঞ্চ সফরে অর্জুন, ভূতনাথ ঘাটে অগ্নিমিত্রা
Chhath Puja: উৎসবের মরসুমে ভোর থেকেই জেলার ঘাটে ঘাটে ভিড়। বিভিন্ন ঘাটে ছটপুজো কেমন চলছে ? ঘুরে দেখলেন সাংসদ অর্জুন সিং, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
![Chhath Puja: ছটপুজো কেমন চলছে ? লঞ্চ সফরে অর্জুন, ভূতনাথ ঘাটে অগ্নিমিত্রা North parganas News Agnimitra Paul Arjun Singh visit in Bengal s Ghat on chhath Puja Chhath Puja: ছটপুজো কেমন চলছে ? লঞ্চ সফরে অর্জুন, ভূতনাথ ঘাটে অগ্নিমিত্রা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/31/1d19f9d22287dc64556acf874a8769a21667190400321484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বিভিন্ন ঘাটে ছটপুজো (Chhath Puja) কেমন চলছে, লঞ্চে তা ঘুরে দেখলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আজ সকালে জগদ্দলের ফেরিঘাট থেকে তিনি ভাটপাড়া পর্যন্ত লঞ্চে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।
পশ্চিম বর্ধমানের বার্নপুরে দামোদরের ভূতনাথ ঘাটে ছট পুজোয় সামিল হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি পৌঁছো যান ঘাটে। পুণ্যার্থীদের সঙ্গেই উপাচার সহ ছট পুজো করেন। প্রসঙ্গত, ছট পুজোয় কোনও মূর্তি উপাসনার স্থান নেই। এতে অস্তমিত এবং উদিত সূর্যকে পূজা করা হয়। সপ্তমীর সকালে হল সেই উপাসনাই।পুরাণ মতে, ছট পুজো আসলে ছঠি মাইয়ার পুজো । একে মা ষষ্ঠীর পুজোও বলা হয়। সূর্য দেবের পুজো করা হয় এদিন।ছট মূলত বিহার উত্তরপ্রদেশে পালিত হয়। কিন্তু বাংলাতেও ছট নিয়ে ধুমধাম এখন কম নয় ! ছটের সকালে সূর্যোদয়ের সময় পুজো দিয়ে হল ৪ দিনের উৎসবের সমাপন।পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য এই ব্রত করেন সকলে। বিশ্বাস, এই ব্রত পালনে সূর্যের তেজে নাশ হয় রোগ জীবাণুর। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন।
সম্প্রতি ছট পুজোর আগে আসানসোলের সাংসদের পর, আসানসোল দক্ষিণের বিধায়কের নামে পড়ে 'নিখোঁজ'-র পোস্টার। আজ্ঞে হ্যাঁ, আসানসোলের তৃণমূল সাংসদ (Asansol TMC MP) শত্রুঘ্ন সিন্হার (Shatrughan Sinha) বিরুদ্ধে পোস্টার পড়ার পর এবার 'নিখোঁজ'-র পোস্টার পড়ে অগ্নিমিত্রার নামেও। মূলত প্রথমে প্রকাশ্যে আসে শত্রুঘ্ন-র নামে নিখোঁজের পোস্টার। তখনও আসলে ছট পুজো শুরু হয়নি। আর গত সপ্তাহে, এহেন সময়, 'সামনে ছট পুজো,কিন্তু বিহারীবাবু নিখোঁজ', আসানসোলের তৃণমূল সাংসদ (Asansol TMC MP) শত্রুঘ্ন সিন্হার (Shatrughan Sinha) বিরুদ্ধে এমনই পোস্টার পড়ে কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নীচে লেখা, বিহারী জনতা আসানসোল।
আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের দামে হেরফের হল কি কলকাতায় ?
উপনির্বাচনে বিজেপির দু’বারের জয়ী কেন্দ্র ছিল আসানসোল। স্বাভাবিকভাবেই এবার জিতলে হ্য়াট্রিক আনত। তবে সেখানে মাস্টার স্ট্রোক ছিল, তৃণমূলের তরফে পদ প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। একটু, আধটু নয়, বেশ বড় ভোটের ব্যবধানে সেখানে জয় এনেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। ভোটের ফলাফলের পর, 'সরি মোদি স্যার, চেষ্টা করেও এই আসন আপনাকে দিতে পারলাম না', যা নিয়ে দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে টুইট করেও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবেই বিধানসভা জিতলেও লোকসভা যাওয়া হয়নি অগ্নিমিত্রার। যদিও লড়াই জারি রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সেবার তিনি টুইটে। তবে ভোটের পর ইতিমধ্যেই গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গিয়েছে। জেলে গিয়েছেন পার্থ-অনুব্রতরা। পেরিয়েছে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। এদিন ছট পুজো। আর এমন এক ডাইমেনশনেই, আসানসোলের গোপালপুরে অগ্নিমিত্রার নামেও পড়ে 'নিখোঁজ'-র পড়ল পোস্টার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)