North 24 Parganas: লোডশেডিংয়ে নাজেহাল, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের
West Bengal News: রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে হম্বিতম্বি চালালেন তৃণমূল কাউন্সিলর। প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা।
সমীরণ পাল, বারাসাত: তাঁর এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে সরকারি আধিকারিকদের কাছে কৈফিয়ত চাইলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর (Trinamool Councillor)। কাজ না হলে ভবিষ্যতে দলবল নিয়ে আসব বলে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূল কাউন্সিলরের প্রতিবাদকে হাস্যকর বলে কটাক্ষ করেছে বিজেপি।
কৈফিয়ত চাইলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর: রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে হম্বিতম্বি চালালেন তৃণমূল কাউন্সিলর। প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা। অভিযোগ, গত কয়েক দিন ধরে ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ফোন করে সাড়া মিলছে না বলে অভিযোগ। ওই এলাকার এক বাসিন্দা মীনা চক্রবর্তী বলেন, “রাতবিরেতে কারেন্ট চলে যাচ্ছে। ফোন করছি রেসপন্স নেই। সবার অসুবিধা হচ্ছে।’’
" target="_self">" target="_blank">
সোমবার জাফরপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরে হাজির হন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। প্রশাসনিক ক্ষমতা তাঁরই দলের হাতে। অথচ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সেই প্রশাসনকেই দায়ী করেছেন তৃণমূলের দাপুটে নেতা। এদিন তিনি বলেন, “আজকে ভাল ভাবে এলাম।বলে গেলাম বিরোধী রাজনীতি করে জন্ম। এমন কিছু করবেন না যাতে পুরনো ফর্মে ফিরতে হয়। এখন তো পাওয়ার কাট হয় না কেউ কেউ চাইছে সেটাকে করে দিতে।’’
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল কাউন্সিলরকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বলেন আবিষ্কার ভট্টাচার্য, “এই নাকি বিদ্যুৎ উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। এমন ঘুণ ধরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ব্যারাকপুরের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোমনাথ পাত্র বলেন, “খবর পেয়ে কাজ শুরু করেছি। ম্যাসিভ প্রবলেম হয়েছে তাই সময় লেগেছে।’’ প্রবল গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রেহাই মিলবে কি না, তা নিয়ে সংশয়ে ব্যারাকপুরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
আরও পড়ুন: Vitamin D Deficiency: মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?