Barun Biswas:চারবার সরকারি আইনজীবী বদল, অভিযোগ তুলে নিজে সাক্ষী হওয়ার আর্জি পেশ বরুণ বিশ্বাসের দিদির
North 24 Parganas:চারবার সরকারি আইনজীবী বদলানো হয়েছে। এই অভিযোগ তুলে, নিজে সাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন জানালেন, এক দশক আগে সুটিয়াতে খুন হওয়া, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি।
সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, কলকাতা: চারবার সরকারি আইনজীবী বদলানো হয়েছে। এই অভিযোগ তুলে, নিজে সাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন জানালেন, এক দশক আগে সুটিয়াতে খুন হওয়া, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের (Barun Biswas Murder) দিদি। কামদুনির মেয়ে হারানো পরিবারের মতো, বরুণ বিশ্বাসের পরিবারও বিচার চাইছে।
কী বললেন নিহতের দিদি?
নিহত বরুণ বিশ্বাসের দিদি, প্রমীলা রায় বিশ্বাের অভিযোগ, 'সরকার তো চাইছে না সুবিচার হোক, কারণ তাঁর তো গুন্ডাবাহিনী একটা দল নিয়ে উঠেছেন, তিনি গুন্ডাবাহিনী নিয়ে রাজত্বটা চালাচ্ছেন। +++ যিনি আমাদের ক্ষমতায় রয়েছেন, পুলিশমন্ত্রী, তিনিও ষড়যন্ত্রকারী, না হলে ওঁর এই খুনিদের, এই চোরেদের কেন আড়াল করতে চাইছেন?' প্রায় ১২ বছর আগে খুন হয়েছিল ভাই। তার সুবিচার চেয়ে আজও আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দিদি। বৃহস্পতিবার আরও একবার আদালতের দরজায় কড়া নাড়াতে গিয়ে, বিস্ফোরক অভিযোগ করলেন উত্তর ২৪ পরগনার সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি।
এবার নিজে সাক্ষী হওয়ার দাবি জানালেন আদালতের কাছে। তাঁর কথায়, 'আমাদের বাড়িতে সুটিয়ায় যে ঘটনাটা ঘটল, তখন তো আমার ভাইয়ের কাছে সবসময় থাকা, তাঁর সঙ্গে আন্দোলন করা, তাঁর সঙ্গে সবসময় বাইরে যাওয়া-থাকা ছিল। কিন্তু সেই সূত্রে আমার কাছে সিআইডি কোনওদিন যায়নি।...আমাকে সাক্ষী করা হোক, তার জন্য আমরা একটা আবেদন করা হল।' সরকারি আইনজীবী শ্যামল দত্তের কথায়, 'আজ সাক্ষ্যদান হয়েনি, আবার ডেট পড়েছে ৭ মার্চ।' ২০১২ সালের ৫ জুলাই, কলকাতার মিত্র ইন্সটিটিউটশনের শিক্ষক বরুণ বিশ্বাসকে গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয়। ওই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়। বাকিরা জামিনে মুক্ত। ৫২জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই প্রেক্ষাপটে কামদুনির নির্যাতিতার পরিবারের মতোই চাঞ্চল্যকর অভিযোগ তুলল বরুণের পরিবারও।
অভিযোগ...
কামদুনিকাণ্ডের মামলার ক্ষেত্রে ১৪ বার সরকারি আইনজীবী বদল হয়েছে। সুটিয়াকাণ্ডে হয়েছে ৪ বার। নিহতের দিদির অভিযোগ, 'আমার বাবাও সাক্ষী দিতে এসেছে, কিন্তু এই সরকারি PP আমার বাবাকে সাক্ষ্য দিতে দেননি, ফিরিয়ে দিয়েছেন।' বিষয়টি নিয়ে সিপিএম নেতা রবিন দেব বলেন, 'দীর্ঘদিন ধরে মামলাটি চলবে। কোর্টকে বলব নজর দিন।' কিন্তু, এই দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ কোথায়? কবে সুবিচার পাবে বরুণ বিশ্বাসের পরিবার? বৃদ্ধ বাবা কি তরতাজা ছেলের খুনিদের শাস্তি দেখে যেতে পারবে?
আরও পড়ুন:মরশুমি ফুল থেকে রকমারি গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা--সব সাজিয়ে শুরু হাওড়া ফুল মেলা