South 24 Paraganas: মর্মান্তিক! লাইনে বসে গল্পে মশগুল যুগল, ট্রেনের ধাক্কায় মৃত প্রেমিক, জখম তরুণী
ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রাখালঠাকুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা): ট্রেন লাইনে (Railway Track) বসে গল্পে মশগুল প্রেমিক যুগল। ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশনের প্লাটফর্মে ঢোকার আগে গতি কমিয়ে এগিয়ে আসছিল ট্রেন (Train)। অথচ তা বুঝতেও পারেনি ওই দুই তরুণ-তরুণী (Couple)। ড্রাইভার প্রাণপণে ব্রেক কষলেও ট্রেন থামতে দেরি হয়ে যায়। দুজনকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় ট্রেন। ( Accident) ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিক যুবকের। গুরুতর জখম অবস্থায় প্রেমিকা তরুণীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah South Section) ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রাখালঠাকুরতলা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার জিআরপি (GRP) থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাসুদ শেখ (১৮)। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই অসচেতনতার বলি হয়েছিলেন চারজন। উত্তর দিনাজপুরের চোপড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চার যুবকের। রেললাইন থেকে উদ্ধার করা হয়েছিল মোবাইল ফোন, হেডফোন। কয়েকদিন আগে সন্ধে ৭টা নাগাদ চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনের ওপর বসে হেডফোনে কথা বলছিলেন চারজন। একইসময়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসার আগেভাগে টের না পাওয়ায় তাঁরা সরে যেতে পারেননি। রেলের তরফে বারবার প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ যে সচেতন নন, এই ঘটনায় আবারও তা প্রমাণ হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ওই দিন রাতেই ছুটে আসেন ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দুই যুবকের দেহাংশ। পড়েছিল জুতো, মোবাইল, হেডফোন সহ মোবাইলের অন্যান্য সরঞ্জাম। দুর্ঘটনার রাতেই দুই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়।গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন- Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল সরকারি বাস, আহত বহু যাত্রী