Corona Update: করোনা পরিস্থিতিতে সপ্তাহে তিনদিন দক্ষিণ দমদমে বন্ধ বাজার-দোকান
South Dumdum Municipality: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গত বছরও সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ দমদম পুরসভা। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হল।
দমদম: করোনা পরিস্থিতিতে এবার সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা।
আজ দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে মার্কেট, বাজার, শপিং মল, মুদি দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ওষুধের দোকান সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হচ্ছে, এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ব্যবসা বন্ধ থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। এই নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
গত বছরের জুনের শেষদিকেও করোনা সংক্রমণ রোখার জন্য সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ দমদম পুরসভার। গত ৩০ জুন দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, ১ জুলাই থেকে সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে বাজার, শপিং মল, মুদির দোকান। সোমবার, বুধবার ও শুক্রবার দোকান-বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ছাড় দেওয়া হয় শুধুমাত্র ওষুধের দোকানে। নির্দেশিকায় বলা হয়, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দুপুর দুটো পর্যন্ত বাজার খোলা থাকবে। ১ জুলাই থেকে ১৪ দিনের জন্য এই নির্দেশিকা জারি করা হয় দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে। এবার একইরকম নির্দেশিকা জারি করা হল।
বাংলায় রোজ যেভাবে করোনা সংক্রমিতের হার বাড়ছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বাংলায় একদিনে নতুন করে করোনা সংক্রমিত হন ১৫,৪২১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ১৬,৯৩,৭৪৪ জন। বুধবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হন ১৪,০২২ জন। বৃহস্পতিবার সেই সংখ্যাটা বেড়ে যায়। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয় ১৯ জনের। এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির পথে হাঁটল দক্ষিণ দমদম পুরসভা।