North 24 Parganas: মুম্বই থেকে গ্রেফতার আন্তর্জাতিক শিশু পাচার চক্রের পান্ডা
Kingpin Arrested:আন্তর্জাতিক শিশু পাচার চক্রের এক পাণ্ডাকে মুম্বাই থেকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। উদ্ধার দুই বাংলাদেশি শিশু। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আন্তর্জাতিক শিশু পাচার (child smuggling racket) চক্রের এক পান্ডাকে (kingpin) মুম্বই (mumbai) থেকে গ্রেফতার (arrest) করল স্বরূপনগর থানার (swarupnagar police station) পুলিশ। উদ্ধার দুই বাংলাদেশী শিশু।
কী ঘটেছে?
মাসখানেক আগে পুলিশের কাছে খবর এসেছিল, সীমান্ত লাগোয়া স্বরূননগর থানার কৈজুড়ি পঞ্চায়েতের ভাদুড়িয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে পাঁচ ও সাত বছর বয়সী দুই শিশুকে আনা হয়েছে। সম্ভবত বাংলাদেশ থেকে এনে রাখা হয়েছিল তাদের, এমনই খবর পাওয়া যায়। সূত্রের খবর, সুযোগ বুঝে পরে তাদের বিক্রি করে দেওয়ারও উদ্দেশ্য ছিল। খবর পেতেই পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। অভিযানের খবর পেয়েই দুই শিশুকে রেখে পালায় লাল্টু সর্দার নামে ওই শিশু পাচারকারী। এর পরই লাল্টুর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু এত দিন পর্যন্ত কোনও হদিস মেলেনি। দুই শিশুকে উদ্ধার করে এনে বাগুইআটির একটি হোমে রাখা হয়েছিল। অবশেষে ধরা পড়ল লাল্টু। দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশ তার সন্ধান পায়। মুম্বই থেকে লাল্টু সর্দারকে গ্রেফতার করা হয়। আজ সাত দিনের পুলিসি হেফাজত চেয়ে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলাও হয়েছে। প্রসঙ্গত, কখনও শিশুপাচার কখনও আবার অনুপ্রবেশ, নানা ঘটনার জেরে প্রায়ই শিরোনামে আসে উত্তর ২৪ পরগনা। সোনা পাচারের ঘটনাও এই জেলায় নতুন নয়। গত জুলাইতেই বিপুল পরিমাণ সোনা পাচারের ছক বানচাল করে দিয়েছিল বিএসএফ।
পাচারের নানা অভিযোগ...
জুলাইয়ের ওই পাচারের ঘটনায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার হয়! বনগাঁর গুনারমাঠে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করে বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার হয়েছিল প্রায় ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সোনা পাচারকারীরা। তবে তাদের নৌকা থেকে ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। বিএসএফের হাতে বাজেয়াপ্ত হয় পাচারকারীদের মোবাইল ফোন। এর কদিন পরেই আবার মাদক পাচারের অভিযোগ। খবর পেতে অভিযান চালায় বিএসএফ। দাবি, সেই অভিযান থেকে ৪২০ টি নেশার ওষুধের বোতল মিলেছিল। সঙ্গে উদ্ধার দু কিলোগ্রাম গাজা। স্বরূপনগরের বিথারী সীমান্তে সোনাই নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচারের খবর পেয়েই অভিযান চালিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী। আর তার পরই চক্ষু চড়কগাছ। বিএসএফের দাবি, পাচারকারীদের কাছ থেকে দু কিলোগ্রাম গাজার পাশাপাশি ফেনসিডিলের ৪২০ টি বোতলও উদ্ধার হয়।
আরও পড়ুন:বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, এবার ঘটনা উলুবেড়িয়া উত্তরে