North 24 Paraganas: বেহাল রাস্তা সারাইয়ের দাবি, বিরাটিতে পথে নেমে বিক্ষোভ বিজেপির
North 24 Paraganas News: রাস্তা ইস্যুতে পথে নামল বিজেপি। রবিবার সকাল ১১টা নাগাদ বিরাটির কলেজ মোড়ে রাস্তা সারানোর দাবিতে মধুসূদন ব্যানার্জি রোড অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। বেশ কিছুক্ষণ চলে অবরোধ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বিরাটিতে (Birati) বেহাল রাস্তা সারানোর (Bad Road) দাবিতে বিক্ষোভ দেখাল পদ্মশিবির। রবিবার সকালে বিরাটির কলেজ মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। রাস্তা মেরামতি নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।
রাস্তায়জুড়ে খানাখন্দ। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। ঝুঁকি নিয়ে চলে যানবাহন। উত্তর ২৪ পরগনার বিরাটিতে মধুসূদন ব্যানার্জি রোডের এই দশা। এই রাস্তা পড়ে উত্তর দমদম পুরসভা এলাকার মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বেহাল রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সুজিত হালদারের কথায়, 'রাস্তার যা অবস্থা তাতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যাতায়াতের খুবই সমস্যা হয়। এই রাস্তা দিয়ে যাঁরাই যাতায়াত করেন তাঁদের সকলেরই একটা দাবি যেন এই রাস্তাটা ঠিক করা হোক।'
সামনে পুরভোট। তার আগে রাস্তা ইস্যুতে পথে নামল বিজেপি। রবিবার সকাল ১১টা নাগাদ বিরাটির কলেজ মোড়ে রাস্তা সারানোর দাবিতে মধুসূদন ব্যানার্জি রোড অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের কথায়, 'রাস্তাঘাটের কোনও সংস্কার নেই। যার ফলে এখানে দুর্ঘটনা বাড়ছে। এখানে গাড়ি চলার মতোও অবস্থা নেই। সেই জায়গা থেকে আমরা ভারতীয় জনতা পার্টি, মানুষের পাশে দাঁড়িয়ে পথে নেমেছি। আমাদের দাবি এই রাস্তা অতি শীঘ্র সারাই করতেই হবে। কিন্তু আমাদের দাবি শাসক দল শুনবে না তাই আমরা পথে নেমেছি।'
অন্যদিকে উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস করের কথায়, 'এর আগেও রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল। কিন্তু বর্ষায় সেই কাজ করা সম্ভব হয়নি। তবে কাজ ইতিমধ্যেই ফের শুরু হয়েছে।'
মধুসূদন ব্যানার্জি রোডের একদিকে বিটি রোড। অন্যদিকে যশোর রোড। কল্যাণী এক্সপ্রেসওয়েও ছুঁয়ে আছে এই রাস্তা। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের।
পূর্ত দফতর সূত্রে খবর, রাস্তায় পাইপলাইনে সমস্যা ছিল। পাইপলাইন ঠিক করে স্থায়ীভাবে রাস্তা সারানো হবে।