North 24 Parganas:ইডি-র ওপর 'হামলার' প্রায় তিন সপ্তাহ পার, কোথায় শেখ শাহজাহান?
Sheikh Shahjahan Missing:ইডি-র ওপর হামলার পর প্রায় তিন সপ্তাহ হতে চলল! এখনও অধরা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ইডি-র ওপর হামলার পর প্রায় তিন সপ্তাহ হতে চলল! এখনও অধরা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahajahn Missing Weeks After Sandeshkhali Incident)। পুলিশ নাকি খুঁজেই পাচ্ছে না তাঁকে! অন্তরালে থেকেও কি সংগঠনের রাশ নিজের হাতেই রেখেছেন শেখ শাহজাহান? তেমনই ইঙ্গিত মিলেছে সন্দেশখালির তৃণমূল বিধায়কের কথায়।
যা যা হল...
সন্দেশখালিকাণ্ডের পর, নিরাপত্তা নিয়ে আরও সতর্ক ED।এবার, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছে তারা। এতদিন CBI-এর জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীকেই নিজাম প্যালেস থেকে ED-র অভিযানে পাঠানো হত। এবার নিজেদের জন্য এক কোম্পানি CRPF চেয়েছে ED। এই অবস্থায়, সংগঠনের 'ক্যাপ্টেন' দু-সপ্তাহের বেশি সময় ধরে অন্তরালে...!!! কিন্তু অদৃশ্য থাকলেও, সংগঠনের নিয়ন্ত্রক যে এখনও তিনিই, সোমবার সন্দেশখালিতে তৃণমূলের সংহতি মিছিলে উপচে পড়া ভিড় যেন সেটাই প্রমাণ করল! সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বললেন, 'শেখ শাহজাহান ভাই না থাকলেও, শেখ শাহজাহান ভাই মানুষকে সংগঠিত করে রেখেছেন। হয়তো কোনও কারণে আজ তিনি অনুপস্থিত আছেন। কিন্তু এটা তৃণমূলের সংগঠিত মিছিল হয়েছে।' বিষয়টিতে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক, সিপিএম নেতা নিরাপদ সর্দারের প্রতিক্রিয়া, 'পুলিশ যদি বলে, আমি জানি না , আমি অন্তত মানতে পারব না। পুলিশের যা অ্যাক্টিভিটি এই সময়ের মধ্য়ে দেখেছি, তাতে এই প্রমাণ হয়, পুলিশই তাকে সাহায্য করছে। ওকে তুলে নিয়ে আসা খুব কঠিন নয়। দ্বীপ এলাকা হলেও পুলিশের সব নখদর্পণে।' সোমবার অযোধ্যায় প্রধানমন্ত্রীর পৌরহিত্যে রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক দিয়ে কলকাতায় পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রীর নির্দেশমতো জেলাতেও সংহতি-যাত্রা করে তৃণমূল। সোমবার সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ছাড়াই তাঁদের প্রথম কর্মসূচি পালন করল শাসকদল। শাহজাহানহীন সেই সংহতি-যাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সরবেড়িয়ায় শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজার থেকেই শুরু হয় তৃণমূলের সংহতি মিছিল। বাসন্তী হাইওয়ে বরাবর প্রায় ২ কিলোমিটার মিছিলের পর আবার শেখ শাহজাহান মার্কেটেই তা শেষ হয়।
প্রেক্ষাপট...
গত ৫ জানুয়ারি ইডি, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার পর কাটতে চলল প্রায় ৩ সপ্তাহ! এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। ঘটনার পরের দিনই প্রকাশ্যে এসেছিল শেখ শাহজাহানের অডিওবার্তা, যেখানে অন্তরাল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছিলেন তিনি। সন্দেশখালিতে তৃণমূলের সংহতি-যাত্রায় ভিড়ের রসায়নে, শেখ শাহজাহানের অডিওবার্তা যে অনুঘটকের কাজ করেছে, সেকথা জানিয়েছেন খোদ তৃণমূল বিধায়কই! তা হলে প্রশ্ন হল, কোথায় রয়েছেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ? কেন তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ? নিরাপদ সর্দারের কথায়, 'ওপারটা চুনোখালি, এপারটা হচ্ছে গাববেড়িয়া। এরকম একটা লোকেশনে ছিল। ওই মনোরঞ্জন মাইতি, তাঁর বাড়িতেই ছিল। তারপর ও ওখান থেকে লোকেশন চেঞ্জ করেছে। এপারটা হচ্ছে জিয়েখালি ফরেস্ট। বড় নদী রায়মঙ্গল। যে কোনও সময় ওপারে চলে গেলে খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন হবে। সুযোগ আছে যাওয়ার। গাববেড়িয়ার যে সমস্ত লোকেশনে ছিল, ওই এলাকায় যদি ও থাকে, যে কোনও সময় এদিক থেকে চাপ তৈরি হলে, পাশে একটা বোট বা অন্য কোনও ভাবে রায়মঙ্গল পেরিয়ে ঝিঙেখালির ওপর দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে।' সোমবার সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেটে তৃণমূলের সভা হলেও, সেখানে নেতারা কেউই তাঁদের বক্তব্যে শেখ শাহজাহানের নাম নেননি। গরহাজির ছিলেন শেখ শাহজাহানের ভাই, যুব তৃণমূল নেতা শেখ আলমগিরও।
তবে গরহাজিরাতেও প্রশ্ন এড়ানো গেল না।
আরও পড়ুন:'দেশ সকলের উপরে, মনে করতেন নেতাজি', বারাসতের জনসভায় বার্তা ভাগবতের