(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Pargana: দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু উত্তর ২৪ পরগনার ২ পর্যটকের
Digha Lightning Death: তিনি কল্যাণীর বাসিন্দা। এই দু জনের সঙ্গে ছিলেন সুগম পালের স্ত্রী তিয়াসা পালও। যদিও তিনি গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্য়ু। জানা গিয়েছে যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ পর্যটকের। তাঁদের মধ্যে একজনের নাম সুগম পাল। তাঁর বয়স ২৪ বছর। তিনি হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ পাল। তাঁর বয়স ২৫ বছর। তিনি কল্যাণীর বাসিন্দা। এই দু জনের সঙ্গে ছিলেন সুগম পালের স্ত্রী তিয়াসা পালও। যদিও তিনি গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিক কী হয়েছিল?
স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল রাতে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনজন। এদিন বিকেলে তাঁরা সবাই মিলে সমুগ্রে স্নান করতে নামেন। সেই সময়ই বজ্রপাত হয় বিশাল। জানা গিয়েছে দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করছিলেন সবাই। সেই সময়ই শুভজিৎ ও সুগমের ওপর বাজ পড়ে। ঘটনাস্থলেই তড়িঘড়ি তাঁদের নিয়ে দিঘা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। গুরুতরভাবে আহত হয়েছেন সুগম পালের স্ত্রী তিয়াসা পাল। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন।
পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের
শুক্রবার দুপুরের দিকে পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রাঘাতের ঘটনাও ঘটে। আর এই বজ্রাঘাতেই ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জন মহিলার মৃত্যু হয় এবং ১ কিশোরী সহ ৩ জন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের এবং আহত হন দু জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৬২) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (৫২) ও সুন্দরী সরেন (৫৫)। আহত দুজন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সবারই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।