New Town Accident:কাকডাকা ভোরে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ নিউটাউনে, জখম ২
Vehicles Head On Collision:রবিবাসরীয় ভোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ২ জন চালক। নিউ টাউনে ঘটনাটি ঘটে। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে নিউ টাউন থানার পুলিশ।
![New Town Accident:কাকডাকা ভোরে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ নিউটাউনে, জখম ২ Vehicles Had Head On Collision Injuring 2 Drivers In New Town New Town Accident:কাকডাকা ভোরে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ নিউটাউনে, জখম ২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/12d7c4c03068d167d33c9ee1a199a9331683804890900345_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রণজিৎ সাউ, উত্তর ২৪ পরগনা: রবিবাসরীয় ভোরে দুটি গাড়ির (Road Accident) মুখোমুখি সংঘর্ষে জখম ২ জন চালক। নিউ টাউনে (New Town) ঘটনাটি ঘটে। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে নিউ টাউন থানার পুলিশ।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৫টা নাগাদ নিউ টাউনের অ্যাক্সিস মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই সময়ে বেপরোয়া গতিতে আসা একটি BMW-র সঙ্গে উল্টো দিক থেকে আসা আর একটি গাড়ির সংঘর্ষ হয়। পরে ট্র্যাফিক সিগনাল বুথেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। ট্রাফিক সিগনাল বুথটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জখম দুজনকে হাসপাতালে নিয়ে যায় নিউ টাউন থানার পুলিশ। এই রাজ্যে পথ দুর্ঘটনা বিরল নয়। প্রায় প্রত্যেকদিনই কোথাও না কোথাও মর্মান্তিক এই ধরনের খবর শোনা যেতে থাকে। চলতি মাসের গোড়াতেই যেমন ২টি লরির সংঘর্ষে হুগলির বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী দিল্লি রোডের মোড়ে শোরগোল পড়ে যায়। চার জন আহতও হয়েছিলেন তাতে। প্রাথমিক ভাবে জানা যায়, কয়লা বোঝাই লরির সঙ্গে ইট বোঝাই লরির সংঘর্ষ হয়েছিল। তাতেই দুমড়ে-মুচড়ে যায় ইট বোঝাই লরির সামনের অংশ। সংঘর্ষের অভিঘাতে কয়লা বোঝাই লরিটি দিল্লি রোডের উপর উল্টে যায়। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ। গত মাসের একেবারে শেষ দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আট জন কনেযাত্রী আহত হন। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রাণহানি এড়ানো গেলেও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্য়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হয় তাঁদের। সেদিনই হুগলি জেলার শ্রীরামপুর পথ দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে। ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। রাস্তার ধারে পুলিশ কিয়স্ক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরে পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির সামনেই সাইকেল আরোহী পুষ্পা সাঁতরাকে পিষে দেয় পণ্যবাহী ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৬-র মহিলার। ডাম্পার চালক পলাতক। পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় দিল্লি রোড অবরোধ। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়, আসে শ্রীরামপুর থানার পুলিশও। এই ঘটনার কয়েকদিন আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে বেপরোয়া গতির লরি। সেই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হন এক জন। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। গত বছর পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একই রকম মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ে দুজনের। জানা যায়, নন্দকুমার থানা এলাকায় ৪১ নম্বর নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ার কাছে এই পথ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি আহত হন আরও ২ জন।
আরও পড়ুন:বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)