North 24 Pargana: প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে পানীয় জলের পাইপ লাইনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা
নিয়োগ দুর্নীতি, রেশন বণ্টন দুর্নীতি, গরু-কয়লা পাচারকাণ্ডেস তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় (Deganga) কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পানীয় জলের পাইপ লাইনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption), রেশন বণ্টন দুর্নীতি, গরু-কয়লা পাচারকাণ্ডেস তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্য়ে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। স্থানীয় নুরনগর গ্রাম পঞ্চায়েতের রামনাথপুরে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছেন না ঠিকাদার। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আশরাফুল আমিন বলছেন, যে সিডিউলটা আছে পাইপ লাইন, গর্ত করা এবং বালি দিয়ে সেগুলো স্তরে কাজ করা। সেগুলো এরা করছে না। বিভিন্ন ভাবে গর্ত করে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দায় সারা ভাবে কাজ হচ্ছে। সিডিউল মেনে কাজ হচ্ছে না মানে দুর্নীতি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। বারাসাত সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তরুণকান্তি ঘোষের কথায়, পশ্চিমবঙ্গে এটা তো স্বাভাবিক ঘটনা আজকে যে কোনও জায়গায় যে কোনও বিষয়ে কন্ট্রাক্টররা কাজ করতে যান না কেন তাঁদেরকে আগে যারা টেবিলে বসে আছেন বা সেই এলাকায় যারা তৃণমূলের নেতা বা কর্মাধ্য়ক্ষ আছেন তাঁদের প্রণামী দিতে হবে। তারপরে সে কাজের বরাত পাবে। এখন প্রণামী দিতে গিয়ে তাঁদের লাভের অংশে ঘাটতি হচ্ছে। ফলে যে কাজ দেওয়ার কথা তা তাঁরা দিতে পারছেন না।
নুরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান নজরুল ইসলামের কথায়, গ্রামের মানুষ ভাল করে দেখে নিয়ে করুক। আমরা সিডিউল দেখেছি। ওরাও সিডিউল দেখে নিয়ে কাজটা সঠিক হচ্ছে কিনা দেখে নিক না। এর সঙ্গে পার্টি জড়িত নয়। তৃণমূল পার্টি জড়িত নয়। এলাকাবাসীর বাধায় আপাতত থমকে গেছে পানীয় জলের পাইপ লাইনের কাজ।