(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Parganas: অবাধে চাষের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, মাটি মাফিয়াকে তাড়া করলেন ক্ষিপ্ত চাষিরা
West Bengal News: মাটি কাটার গাড়িতে মাটি ছুড়ছেন ক্ষিপ্ত চাষিরা। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ। ক্ষিপ্ত চাষিদের তাড়ায় জ্য়াকেট ও গাড়ি ফেলে পালাল মাটি মাফিয়া ও চালকরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়া ২ নম্বর ব্লকে মাটি মাফিয়ার দৌরাত্ম্য়ে চাষবাস বন্ধ বলে অভিযোগ। জেলাশাসক, বিডিও এবং স্থানীয় থানায় জানিয়েও কোনও লাভ হয়নি বলেও অভিযোগ। স্থানীয় বাকপুল গ্রামে মাটি মাফিয়াকে তাড়া করলেন ক্ষিপ্ত চাষিরা। প্রাণ ভয়ে পালালেন মাটি মাফিয়া ও মাটি কাটার গাড়ির চালক।
মাটি মাফিয়ার দৌরাত্ম্য়ে চাষবাস বন্ধ: মাটি কাটার গাড়িতে মাটি ছুড়ছেন ক্ষিপ্ত চাষিরা। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ। ক্ষিপ্ত চাষিদের তাড়ায় জ্য়াকেট ও গাড়ি ফেলে পালাল মাটি মাফিয়া ও চালকরা। উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকে মাটি মাফিয়ার দৌরাত্ম্য়ে চাষবাস বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। প্রশাসনের একাংশ ও শাসক দলের স্থানীয় নেতাদের একাংশের মদতে অবাধে চাষের জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
মাটি মাফিয়ার দাপটে ভীত-সন্ত্রস্ত চাষিরা। চাষ না করার জন্য় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মাটি মাফিয়ার হুমকিতে সরকারি মেশিন অপারেটাররা জল তুলছেন না বলে অভিযোগ।ফলে চাষবাস লাটে ওঠার অবস্থা। জেলাশাসক, বিডিও ও পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। স্থানীয় দিঘরা মালিকবেরিয়ায় গ্রাম পঞ্চায়েতের বাকপুল গ্রামের ক্ষিপ্ত চাষিরা বৃহস্পতিবার মাটি মাফিয়া ও মাটি কাটার গাড়ির চালকদের তাড়া করেন। এই এলাকার এক কৃষক মণিরুল বিশ্বাস বলেন, "পুলিশ বলে যাচ্ছি যাচ্ছি করে আজ ১০ দিন অপেক্ষা করছি।
গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে বালি থেকে শুরু করে গরু, কয়লা যেভাবে পাচার হচ্ছে। মাটি মাফিয়ারা সমানভাবে সক্রিয়। তৃণমূল নেতাদের সঙ্গে মাটি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে গেছে।’’ বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপধিপতি নারায়ণ গোস্বামী বলেন, “খোঁজ নেব। আমাদের জেলাশাসক অত্য়ন্ত সতর্ক। কোথাও আমরা এইগুলো হতে দিতে চাই না। যদি কোথাও নির্দিষ্ট অভিযোগ থাকে খোঁজ নেব।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: প্রসন্নকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির, হাজিরা এড়ালেন 'মিডলম্যান'