North 24 Parganas: 'ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা', TMC-নেত্রীর মন্তব্যে তোলপাড়
Bangladeshi in Voter List:শাসক-নেত্রীর ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশিদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে আহ্বান শাসক-নেত্রীর! বিতর্কে বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের (TMC Leader) চেয়ারম্যান রত্না বিশ্বাস।
কী বলেছেন তিনি?
রত্না বিশ্বাস বলেন, 'এখানে অনেক বাংলাদেশি (Bangladeshi) বসবাস করেন। আর মাত্র ৩ মাস, তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। ভোটার তালিকায় নাম তুলতে অসুবিধা হলে জাকিরদার অফিসে যোগাযোগ করুন।' কেন এই কথা বলেছেন সেটাও জানিয়ে তিনি বলেন, 'একটি ভোটও নষ্ট করতে চাই না আমরা', শাসক-নেত্রীর ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ভাইরাল ভিডিওতে রত্না বিশ্বাসকে বলতে শোনা যাচ্ছে, 'জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভাল করতে পারেন। বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, যদি ভোটার তালিকায় নাম তুলতে সমস্যা হয়, জাকিরদার সঙ্গে যোগাযোগ করবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। আমরা চাই না একটা ভোটও নষ্ট হোক।'
হাবড়া ১ নম্বর ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠান ছিল। সেখানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জাকির হোসেন।
হাবড়া ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের দাবি, 'বাচ্চাদের নাম তুলতে যাতে সমস্যা না হয় সেটাই নাকি বলতে চেয়েছিলেন রত্না বিশ্বাস। যাঁদের ভোটার লিস্টে নাম ছিল, নামটা কাটা গিয়েছে, তাঁদের নাম লিঙ্ক করতে বলা হয়েছিল। তাদের বাবা-মায়ের নাম ছিল, সেটা না থাকলে কী লিঙ্ক করব। উনি গৃহবধূ, বলে ফেলেছেন ভুল করে।' ভুল করে বলে ফেললে তিনি কেন সংশোধন করে দিলেন না? এই প্রশ্নের উত্তরে জাকির হোসেন বলেন, 'তখন স্কোপ ছিল না। তারপরেই তো বক্তব্য শেষ হয়ে গেল।'
বিজেপির তোপ:
রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'বাংলাদেশের লোকেদের তো এ রাজ্যের ভোটার তালিকায় (Voter List) নাম তো আছেই। বাম আমল থেকে অবৈধ ভাবে বাংলাদেশের নাগরিকদের এ রাজ্যে ভোটার কার্ড পাইয়ে দেওয়া, খাস জমি পাইয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তৃণমূল সেই শিক্ষায় শিক্ষিত। সীমান্তবর্তী জেলায় দেশবিরোধী কাজ চলছে, এর জন্য দায়ী তৃণমূল। এটাই তৃণমূলের কর্মপদ্ধতি, এটাই কর্মসূচি। দেশের সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে।'
আরও পড়ুন: বিধানসভায় 'রোলকল'! হাজিরা খাতায় সই করবেন TMC বিধায়করা