North 24 Parganas: ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু, জলাভূমি ভরাট রুখতে তৎপরতা নিউ ব্যারাকপুরে
West Bengal News: শনিবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণির ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা।
সমীরণ পাল, নিউ ব্য়ারাকপুর: অবৈধভাবে জলাভূমি ভরাট রুখতে কাউন্সিলরের তৎপরতায় অবশেষে উদ্যোগী হল নিউ ব্যারাকপুর পুরসভা (New Barrackpore Municipality)। ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণীর ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
কাউন্সিলরের তৎপরতায় অবশেষে উদ্যোগী পুরসভা: জলাভূমি ভরিয়ে লাগানো হয়েছিল গাছ। লাগানো সেই সব গাছ তুলে ফেলা শুরু হল। ভরাট করে ফেলা ঝিল থেকে শুরু হল মাটি তোলার কাজ। অবশেষে উদ্যোগী হল নিউ ব্যারাকপুর পুরসভা। শনিবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণির ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। গত ২৪ তারিখ নবান্নে প্রশাসনি বৈঠকের পর জলাজমি ভরানো নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে জলা ভরাট ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আওয়াজ উঠেছে তৃণমূলের অন্দরেই। জলাশয় বুজিয়ে নির্মাণকাজ হওয়ায়, তৃণমূল পরিচালিত নিউ ব্যারারুুপ পুরসভার চেয়ারম্যানকে চিঠি দেন দলেরই কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর অভিযোগ, পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ঝিল ভরাট করে অবৈধ নির্মাণের কাজ চলছে। ঝিল ভরাট করে দোকান ও বাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একাধিকবার প্রতিবাদ করে কাজ না হওয়ায় পুরপ্রধানের দ্বারস্থ হন তিনি। অভিযোগে পেয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দেন পুরপ্রধান। ২৪ ঘণ্টার মধ্যেই ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও, রাজ্যের বিভিন্ন জায়গায়, দেখা গিয়েছে বালি-মাটি পাচার, জলাভূমি ভরাটের চেষ্টার ছবি। জল ভরার কায়দায়, নির্মীয়মাণ আবাসন থেকে বেরনো জল-কাদা দিয়ে ভরাট করা হচ্ছে জলাশন়য়। এই ছবি ধরা পড়েছে নরেন্দ্রপুর থানার খেয়াদা এলাকায়। এবিপি আনন্দের খবরের জেরে কিছুদিন বন্ধ থাকার পর এই এলাকাতেই ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া। এবার জলাভূমি ভরাট নিয়ে শাসক দলের কাউন্সিলরের প্রতিবাদের জেরে উদ্যোগী হল প্রশাসন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Arambagh News: প্রথমে হুমকি, পরে বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ! আরামবাগে তুমুল কাণ্ড!