North 24 Parganas: পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলাদের
Water Crisis: পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রায় দু বছর ধরে কল বসানো আছে কিন্তু তাতে জল নেই।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কল আছে জল নেই। তাই জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ: পানীয় জল থেকে বঞ্চিত। অথচ রয়েছে কল। সান্ডেলবিল পঞ্চায়েতের তিনটি গ্রামের তথা ১৩ নম্বর স্যান্ডেলবিল ১৪ নম্বর আম্বেরিয়াসহ প্রায় ৫ হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রায় দু বছর ধরে কল বসানো আছে কিন্তু তাতে জল নেই। কল পড়ে রয়েছে বিকল হয়ে। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার জানিয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে এদিন বিক্ষোভ দেখান মহিলারা। এই বিষয়ে স্যান্ডেলবিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, "যে পাইপলাইন পাতা হয়েছিল সেটা অনেক উঁচু হয়ে গিয়েছিল সেই কারণে জল যাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা মিটিং করেছি। টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসানো হবে।''
এর আগে হিঙ্গলগঞ্জে পানীয় জলেই কেঁচো ও পোকামাকড় পাওয়া যায়। এলাকার মানুষ অভিযোগ করেন, সরকারি পাইপ লাইনে যে জল সরবরাহ করা হয় সেই জলের সঙ্গে কেঁচো ও একাধিক পোকামাকড়। গ্রামবাসীদের অভিযোগ, ঠপঞ্চায়েতকে জানিয়ে কোনও কাজ হয়নি। বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু কোনওরকম ব্যবস্থা করছে না। এক কথায় বলতে গেলে প্রশাসন এই ব্যাপারে একদম নির্বিকার।' যদিও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উপ-প্রধান লতিফ গাজী ঘটনাটি স্বীকার করে নিয়েছিলেন। জলে যে পোকা আসছে এটা তাঁরা জানেন। তিনি জানিয়েছিলেন,এই সমস্যার কথা পঞ্চায়েতের পক্ষ থেকে সভাধিপতি এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানানো হয়েছে। কিন্তু তারপরও জলে পোকা আসছে এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kaustav Bagchi: 'সরকারের অপশাসন এবং দুর্নীতিতে বীতশ্রদ্ধ' সোশাল মিডিয়ায় পোস্ট কৌস্তভ বাগচীর