(Source: ECI/ABP News/ABP Majha)
North and South Dinajpur Weather Update: চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত ! কেমন যাবে এই দুই জেলার আবহাওয়া ?
Weather Update: এক ঝটকায় অনেকটাই কমে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই উত্তর দিনাজপুরে জাঁকিয়ে পড়তে পারে শীত।
Weather Update: এক ঝটকায় অনেকটাই কমে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই উত্তর দিনাজপুরে জাঁকিয়ে পড়তে পারে শীত। ইতিমধ্যেই অনেকটাই কমে এসেছে জেলার তাপমাত্রা। সকাল থেকেই কুয়াশার সাক্ষী থাকছে জেলাবাসী। তবে সব জায়গায় একই আবহাওয়া নাও হতে পারে। মঙ্গলবার শীতের অনুভূতি পেতে শুরু করেছে জেলাবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ৬ টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগে ঘুর্ণাবর্তের আভাস পাওয়া গেলেও মঙ্গলবার পরিষ্কার আকাশই দেখা যেতে পারে উত্তরে।
South Dinajpur Weather update: দক্ষিণেও থাকতে পারে একই ওয়েদার। সকাল থেকেই আদ্রতা কমেছে জেলায়। হাওয়া অফিস বলছে, সকাল ৬টার পরই ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই শীতের প্রবেশ ঘটতে চলেছে জেলায়। সেই ক্ষেত্রে ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে কুয়াশার পরিমাণ।
West Bengal Weather Update: কেমন থাকছে বঙ্গের আবহাওয়া
আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।