(Source: ECI/ABP News/ABP Majha)
North and South Dinajpur Weather Update: মেঘ থাকলেও বৃষ্টি হবে কি ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: সকাল থেকেই আদ্রতার জেরে অস্বস্তি বেড়েছে জেলায়। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সকাল ৮টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছুঁয়েছে ৮৮ শতাংশ।
Weather Update: সকাল থেকেই আদ্রতার জেরে অস্বস্তি বেড়েছে জেলায়। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সকাল ৮টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছুঁয়েছে ৮৮ শতাংশ। বৃষ্টি দেখা না দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ উত্তরদিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। কিছু জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সারদিন মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। সকালের দিকে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় বাতাসের গতিবেগ রয়েছে ১৬ কিমি।
South Dinajpur Weather update: বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ রয়েছে আকাশে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলে জমির তাপ ওপরে উঠবে। ফলে আদ্রাতার অস্বস্তি আরও বাড়বে। এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। সকাল ৮ টা নাগাদ জেলার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাস বইছে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে। হাওয়া মোরগের হিসেব বলছে, বৃষ্টি সেভাবে না হলেও সারাদিন মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ।
West Bengal Weather: পশ্চিমবঙ্গের আবহাওয়া
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলছে। তবে তাতে কি ঘাটতি মিটবে? সংশয় থাকছেই। জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে কী দাঁড়ায় এখন সেটাই দেখার।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : Passport Update: পাসপোর্ট ছিঁড়ে গেলে বড় সমস্যা, সমাধান কী জানেন ?