North and South Dinajpur Weather Update: দিনভর বৃষ্টি না দেখা যাবে সূর্য , আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর দিনাজপুরে (North Dinajpur)।
Weather Update: বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর দিনাজপুরে (North Dinajpur)। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের ঝলকানি। সকাল ৮টার আবহাওয়া বলছে, জেলা জুড়ে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। সকালে তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ রয়েছে ১১ কিমি। বিকেলের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
South Dinajpur Weather update: একই আবহাওয়ার মুখ দেখতে পারে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)। সকাল থেকেই মেঘ রয়েছে আকাশে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮কিলোমিটার। সকাল ৮টায় জেলার তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণেও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। হাওয়া মোরগের হিসেব বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী হতে পারে জেলা।
West Bengal Weather: পশ্চিমবঙ্গের আবহাওয়া
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলছে। তবে তাতে কি ঘাটতি মিটবে? সংশয় থাকছেই। জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে কী দাঁড়ায় এখন সেটাই দেখার।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : Post Office: ৩৩৩ টাকা দিয়ে পান ১৬ লক্ষ, এই স্কিম দিচ্ছে দারুণ সুবিধা