Summer Vacation : উত্তরবঙ্গের সঙ্গে "খাপ খাচ্ছে না", গরমের ছুটি এগনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরেও
Summer Vacation in North Bengal : মনোরম আবহাওয়া থাকলেও, কেন উত্তরবঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠন।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার : দক্ষিণবঙ্গে (South Bengal) তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে (Nort Bengal) গরমের ছুটি এগনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মতে, এখন কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করা উচিত নয়। একই দাবি জানিয়েছে বিজেপিও।
স্কুলে গরমের ছুটি এগোনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরে। মনোরম আবহাওয়া থাকলেও, কেন উত্তরবঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠন।
আরও পড়ুন ; 'দক্ষিণের গরমে উত্তরবঙ্গেও স্কুল ছুটি' গরম-তরজায় আলাদা রাজ্যের দাবিতে শান বিজেপি বিধায়কের
কোথাও কোথাও গত দু'-একদিনে স্বস্তির বৃষ্টি হলেও, তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। সম্প্রতি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটি এগনোর বিরোধিতা করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানান বিজেপি বিধায়ক। এই প্রেক্ষাপটে আলিপুরদুয়ার জেলা টিএমসিপি সভাপতি ছুটি এগোনোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ বলেন, এই আবহাওয়াতে যদি কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে তা মানা যায় না। সামনে পরীক্ষা। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছে অনুরোধ কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করবেন না।
আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, কলকাতার প্রেক্ষিতে ছুটির সিদ্ধান্ত, উত্তরবঙ্গের সঙ্গে খাপ খাচ্ছে না। পড়ুয়ারা ক্লাস করতে চাইছে।
বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দিলেও, দলের ছাত্র সংগঠনের অবস্থানকে পরোক্ষে সমর্থন জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, সিদ্ধান্ত তো দু’রকম হয় না। সিদ্ধান্তের বিষয় সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। দাবি করতে পারে, সিদ্ধান্ত সরকারে। দাবির মধ্যে যুক্তি আছে।
সব মিলিয়ে গরমের ছুটি এগনোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামছে না উত্তরবঙ্গে।