এক্সপ্লোর
North Bengal Weather: উত্তরবঙ্গে বাড়ছে ঘন কুয়াশার দাপট, পৌষের শেষলগ্নে আরও জমিয়ে ঠান্ডা?
North Bengal Weather Update : আজ বিকেল থেকেই আবহাওয়ার মুড বদল

কাঞ্চনজঙ্ঘার কোলে শীতের দাপট ফিরছে?
কলকাতা : মকর সংক্রান্তির আগে শীতের সেকেন্ড ইনিংস শুরু। আজ থেকেই বইবে হিমেল হাওয়া। কাল থেকে পারদ-পতন। ৩-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।
mausam.imd.gov.in বলছে -
| Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
| Coochbehar | 23.6 (11/01) | 1 | 12.9 | 4 | 97 | 92 (11/01) | NIL |
| Darjeeling | 13.8 (11/01) | 2 | 5.8 | 4 | 75 | 81 (11/01) | NIL |
| Jalpaiguri | 23.9 (11/01) | 1 | 12.5 | 2 | 93 | 79 (11/01) | NIL |
| Kalimpong | 15.0 (11/01) | -1 | 9.5 | 3 | 73 | 65 (11/01) | NIL |
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 6 কিমি/ঘন্টাজলপাইগুড়ি বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 55%
বাতাস: 6 কিমি/ঘন্টাকালিম্পং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 38%
বাতাস: 6 কিমি/ঘন্টাআলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 5 কিমি/ঘন্টাকোচবিহার
বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 5 কিমি/ঘন্টাউত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 57%
বাতাস: 13 কিমি/ঘন্টাদক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 10 কিমি/ঘন্টামালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 61%
বাতাস: 10 কিমি/ঘন্টাকলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের এই কামব্যাক। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে আজ বিকেল থেকেই আবহাওয়ার মুড বদল। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। শীতের দ্বিতীয় ইনিংস বেশ কিছুদিন উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে।উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আবহাওয়ার আপডেট
আরও পড়ুন, পৌষের শেষ বেলায় শীতের 'কামব্যাক', সংক্রান্তির আগেই হিমেল হাওয়ার দাপট বাড়বে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















