North Bengal Weather : কাঁপছে উত্তরবঙ্গ, ৫ এ নামল দার্জিলিংয়ের তাপমাত্রা, অন্য জেলায় ঠান্ডা কেমন
Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে।
উত্তরবঙ্গে শীতের আগমন ঘটেছে দক্ষিণের আগেই। জাঁকিয়ে ঠান্ডা হলে কী হবে, এই সময়টাতেই উত্তরবঙ্গে পার্বত্য এলাকা সব থেকে ঝকঝকে। আকাশ থাকে স্ফটিক-স্বচ্ছ। পর্যটনের সেরা সময় তো এটাই। এই সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা নামবে আরও । আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে। শীতের এই স্পেল শুক্রবার পর্যন্ত চলবে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
দেখে নেওয়া যাক আজ কোন জোলার কেমন আবহাওয়া আজ -
জেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 6 কিমি/ঘন্টাজলপাইগুড়ি বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 40%
বাতাস: 3 কিমি/ঘন্টাকালিম্পং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 43%
বাতাস: 8 কিমি/ঘন্টাআলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 47%
বাতাস: 3 কিমি/ঘন্টাকোচবিহার
বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 47%
বাতাস: 3 কিমি/ঘন্টাউত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 40%
বাতাস: 11 কিমি/ঘন্টাদক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 46%
বাতাস: 8 কিমি/ঘন্টামালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 45%
বাতাস: 10 কিমি/ঘন্টা
দক্ষিণের আবহাওয়ার আপডেট
পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈর হয়েছে কোল্ড প্যাসেজ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়ছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কাঁপুনি ধরাচ্ছে শীত। উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল-বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা। কলকাতায় সামান্য উর্ধ্বমুখী পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।