North Bengal Weather: বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা, আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।
দার্জিলিং: নতুন বছরে পা দিয়ে প্রথমে সেভাবে শীতের দেখা না মিললেও, জানুয়ারির শেষে উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। গত কয়েকদিন থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭১%বাতাস: ৫ কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৯ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭১ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫ %বাতাস: ১১ কিমি/ঘণ্টাআবহাওয়ার আপডেট:
ভরা মাঘে এরাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কয়েকটি জেলায়। দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশার দাপট। পুরুলিয়াতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আজও। অন্যদিকে মঙ্গলবার পেরতে না পেরতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।
আরও পড়ুন, 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের
এদিন ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি-এনসিআর। দিল্লি তো বটেই একইসঙ্গে উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ জারি। যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া ২৮টি ট্রেন দেরিতে চলছে। বিমান ওঠানামাতেও প্রভাব পড়েছে। দৃশ্যমানতা কমে গিয়েছে একেবারেই। দিল্লির মতোই হাড় কাঁপানো ঠান্ডা রাজস্থানে। রয়েছে ঘন কুয়াশাও। ফতেপুরে তাপমাত্রা নেমেছে ১.৬ ডিগ্রিতে।