North Bengal Weather: বৃষ্টির সম্ভাবনা কতটা ? আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।
দার্জিলিং: উত্তরবঙ্গে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭১%বাতাস: ৫ কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৯ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭১ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫ %বাতাস: ১১ কিমি/ঘণ্টাআবহাওয়ার আপডেট: গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়।মঙ্গলবার শীতল দিনের পরিস্থিতি ছিল বেশ কয়েকটি জেলায়। দিনভর মেঘলা আকাশ ছিল। বুধবারও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট ছিল। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন, 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের
তবে গত পরশু ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি-এনসিআর। দিল্লি তো বটেই একইসঙ্গে উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ জারি। যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা কমে গিয়েছে একেবারেই। দিল্লির মতোই হাড় কাঁপানো ঠান্ডা রাজস্থানে। রয়েছে ঘন কুয়াশাও। ফতেপুরে তাপমাত্রা নেমে গিয়েছে।