North Dinajpur: বর্ষার শুরুতেই জল-ভোগান্তি চোপড়ায়
North Dinajpur News: কখনও কারও রান্নাঘরে ঢুকেছে জল। সামান্য বৃষ্টিতেই উঠোনে জমে গিয়েছে হাঁটুসমান জল। ওই এলাকায় বেশ কিছু রাস্তাতেও জল জমেছে।
![North Dinajpur: বর্ষার শুরুতেই জল-ভোগান্তি চোপড়ায় north dinajpur, problem in drainage system, waterlog problem in chopra North Dinajpur: বর্ষার শুরুতেই জল-ভোগান্তি চোপড়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/b92f8213de8691b043197305d71509f0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রথম থেকেই নিকাশি নিয়ে নানা সমস্যা হয়েছিল। একদিকে ড্রেন ছিল, অন্যদিকে ছিল না। ফলে জল জমার আশঙ্কা আগেই করেছিলেন গ্রামবাসীরা। তা অমূলক প্রমাণ করেই বর্ষার শুরুতেই জল জমার সমস্য়া শুরু হল উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ায়। সমস্যায় পড়েছে একাধিক পরিবার। বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি গ্রামবাসীদের।
জল জমে ভোগান্তি:
বর্ষা শুরু হতে না হতেই জল জমার সমস্যা শুরু হয়েছে। জলযন্ত্রণায় নাজেহাল বাসিন্দারা। কখনও কারও রান্নাঘরে ঢুকেছে জল। সামান্য বৃষ্টিতেই উঠোনে জমে গিয়েছে হাঁটুসমান জল। ওই এলাকায় বেশ কিছু রাস্তাতেও জল জমেছে। সম্প্রতি টানা কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরে বৃষ্টি হচ্ছে। তাতেই নাকাল চোপড়ার (Chorpra) দাসপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। পঞ্চায়েত কোনও কাজ করছে না বলে অভিযোগ।
বাসিন্দাদের অভিযোগ:
ওই এলাকার বাসিন্দা হাফিজুল হক বলেন, 'ঘরে জল ঢুকেছে, রান্নাঘরও জলে থইথই। রান্না বন্ধ হয়ে গিয়েছে। বাচ্চারা আছে। সবাই খুব আতঙ্কে রয়েছে। ওই এলাকারই বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, 'বারবার পঞ্চায়েতকে বলছি তাও হচ্ছে না। আমরা ডুবে আছি। কয়েকটি পরিবার খাবার পাচ্ছে না। পাঁচ বছর ধরে এই অবস্থা চলছে। কেউ দেখতেও আসেনি।'
শুরু তরজা:
বিষয়টি নিয়ে ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি (BJP)। স্থানীয় পঞ্চায়েত কোনওরকম পরিষেবা দিতে পারছে না বলে অভিযোগ তাদের। উত্তর দিনাজপুরের বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেনের দাবি, তৃণমূলের পঞ্চায়েত কোনও কাজ করছে না। যদিও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আজিজুল হক বলেন, 'আজ কালভার্টের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু রাতে বৃষ্টির কারণে জল বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। জল একটু কমল কালভার্টের কাজ শুরু হবে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)